ম্যাচিং নয় স্ট্যাকিং
মিস ম্যাচড গয়না পরার অভিনব কায়দা। স্টাইল স্টেটমেন্ট তৈরিতে অতুলনীয়
১. স্ট্যাকিং মানেই একসঙ্গে একাধিক গয়না পরার রীতি। গয়নাগুলো মিসম্যাচড হলেই বেশি ভালো দেখায়। একই ধরনের দেখায় এমন গয়না একসঙ্গে স্ট্যাকিং না করাই নিয়ম।
২. প্রতিটি গয়না আলাদা স্তরে স্তরে সাজিয়ে নিতে হবে হাতে, পায়ে বা গলায় পরার সময়। এক জায়গায় যেন জট পাকিয়ে না যায়।
৩. স্ট্যাকিং এ মিসম্যাচড গয়না পরাই নিয়ম কিন্তু তার মধ্যে সাযুজ্য থাকা প্রয়োজন।
যেমন: সোনালি মেটালের হলে সব গয়নাই একই মেটালের হওয়া চাই। ডিজাইন স্নিক হলে অন্য গয়নাগুলোতে সেটাই যেন প্রাধান্য পায়। একটা সোনার, একটা রুপার, একটা পাথর সেটিং, এমন হলে চলবে না।
৪. নেকলেসের ক্ষেত্রে একই রঙের ডিজাইন বেছে নেওয়ার চেষ্টা করুন। তবে পাথরের রঙের ক্ষেত্রে তারতম্য হতে পারে। পাতলার সঙ্গে ভারী নেকলেসের কম্বিনেশনও মন্দ দেখাবে না।
৫. দেশি ও পশ্চিমা- দুই ধরনের পোশাকের সঙ্গেই জুতসই স্ট্যাকিং। তবে গয়না খুব ট্র্যাডিশনাল নকশার হলে বাড়ি বা সালোয়ার কুর্তার সঙ্গে ভালো মানায়। স্নিক, স্মার্ট ডিজাইনের গয়না তোলা থাক ডেনিম বা ফ্লোরাল প্রিন্টের ওয়েস্টার্ন পোশাকের জন্য।