সাধারণ জ্বর নাকি করোনা, বোঝার উপায় কী?
করোনাভাইরাস মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। আবহাওয়ার কারণে সামান্য গা গরম হলে, ধুলোর কারণে কাশি এলে, ক্লান্তির কারণে পেশি ব্যথা হলে কিংবা সর্দির কারণে কোনো কিছুর ঘ্রাণ শুঁকতে না পারলেই আতঙ্কিত হয়ে পড়ছেন স্বাস্থ্যসচেতন মানুষ! মনে কেবল একটি প্রশ্নই ঘুরপাক খেতে থাকে- করোনা হয়নি তো!
জ্বর মানেই করোনা নয়। সাধারণ জ্বরের সঙ্গে করোনাভাইরাসজনিত জ্বরের পার্থক্য আছে। কিন্তু কোনটি করোনাজনিত আর কোনটি সাধারণ জ্বর, সাধারণ মানুষের পক্ষে তা বোঝা কঠিন।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে, মানবদেহে করোনা আক্রমণের পদ্ধতি থেকেই এটিকে সাধারণ জ্বরের লক্ষণ থেকে আলাদা করা সম্ভব। বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির শুরুতে বেশ জ্বর দেখা যায়। কিন্তু সাধারণ জ্বরের ক্ষেত্রে প্রথমে সর্দি-কাশি হয়, এরপর জ্বর হয়। ভাইরাস জ্বরে সামান্য সর্দিকাশি এবং শরীর ব্যথা হয়। কিন্তু করোনার ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির প্রথমে জ্বর হবে, তারপর সর্দি-কাশি ও পেশি ব্যথা হবে। পাশাপাশি বমি ও পেট খারাপও হতে পারে। শেষের দিকে শ্বাসকষ্টের সমস্যার আশঙ্কা থাকে।