আস্তে কথা বললে করোনা ছড়ায় কম
শুরুতে করোনাভাইরাস ছড়াত সংস্পর্শের মাধ্যমে। জুলাই মাসের মাঝামাঝি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, বিশেষ পরিস্থিতিতে বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে করোনা। এবার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকেরা জানালেন, ধীরে ও শান্তভাবে কথা বললে করোনা কম ছড়ায়।
এই গবেষণায় ছিলেন ছয়জন গবেষক। কয়েক মাস সময় নিয়ে গবেষণাটি চালিয়েছেন তারা। জানিয়েছেন, ঘরের ভেন্টিলেশন দ্বিগুণ করলে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি কমে। কম শব্দে কথা বললেও এই ঝুঁকি কমে।
গবেষকেরা বলছেন, উচ্চ ঝুঁকির ইনডোর পরিবেশে ‘শান্ত-এলাকা’ রাখা উচিত। তাতে ভাইরাসের সংক্রমণ কম হবে।
মানুষের স্বাভাবিক আলাপের শব্দমাত্রা মূলত ১০ ডেসিবেল হয়। রেস্তোরাঁ কিংবা কোলাহলযুক্ত এলাকায় এই মাত্রা বেড়ে হয় ৭০ ডেসিবেল।
ছয়জন গবেষকের একজন হচ্ছেন উইলিয়াম রিস্টেনপার্ট। তিনি বলেছেন, ‘ঘরের ভেতরে সব পরিবেশে একইভাবে ভাইরাস ছড়ায় না। জনাকীর্ণ কিন্তু শান্ত শ্রেণিকক্ষ কম বিপজ্জনক। কিন্তু উচ্চস্বরে যেখানে কথা বলা হয় কিংবা গান গাওয়া হয়, সেখানে কিন্তু বিপদ বেশি থাকবে।’
গবেষকেরা একমত হয়ে সিদ্ধান্ত দিয়েছেন, ঘরে থাকার সময় সবার শান্ত থাকাই ভালো। তাতে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে।