ভবিষ্যৎ বিজ্ঞান হয়তো জানিয়ে দেবে মৃত্যুর দিনক্ষণ
কেমন হতো যদি জানা যেত যে ঠিক কবে মারা যাবেন? হতাশা বেড়ে যেত? নাকি ভালোই হতো? সব কাজ গুছিয়ে নেওয়ার জন্য সময় নির্ধারণ করা সম্ভব হতো তখন। কথায় আছে, জন্ম, মৃত্যু ও বিয়েতে মানুষের হাত নেই। মৃত্যু কখন হবে, তা কেউই জানে না। দুর্ঘটনার কবলে কখন প্রাণটা যায়, তা জানে না কেউ। কিন্তু স্বাভাবিক মৃত্যু? সেটিও নির্ধারিত নয়। কিন্তু এই বিষয়কে চ্যালেঞ্জ জানিয়েছেন একদল গবেষক। বৈজ্ঞানিকদের দাবি, একজন মানুষ ঠিক কত দিন বাঁচবে, তা বৈজ্ঞানিক উপায়ে বাতলে দেওয়া সম্ভব। দাবি করেছেন ইংল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। এটি কোনো অবৈজ্ঞানিক পদ্ধতি নয়, বরং পুরোপুরি বিজ্ঞানসম্মতভাবে বলে দেওয়া যাবে কোনো ব্যক্তির আয়ু কত। জিনগত বৈশিষ্ট্য পরীক্ষা করে ব্যক্তির আয়ুষ্কাল নির্ণয় করা যাবে।
বৈজ্ঞানিকদের দাবি, ব্যক্তির আয়ু নির্ভর করে তার জিনের ওপর। কোন ব্যক্তি কখন বার্ধক্যে উপনীত হবেন, সেটিও বের করা যাবে জিন বিশ্লেষণ করে। মানুষের জিনের ১২টি বৈশিষ্ট্য আয়ুকে প্রভাবিত করে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
একদিন হয়তো সত্যিই মানুষ জানতে পারবেন, তার আয়ু কত। অথবা এটা কখনোই সম্ভব হবে না। কিন্তু বিজ্ঞানীরা থেমে নেই। এসব নিয়ে গবেষণারত আছেন তারা। ভবিষ্যৎ বিজ্ঞান হয়তো জানিয়ে দেবে মৃত্যুর দিনক্ষণ।