কেউ মেসেজের রিপ্লাই না দিলে কী করবেন?
অনেকবার ফোনকল করেছেন কিন্তু রিসিভ করেননি। ভাবছেন, তিনি ব্যস্ত থাকায় মেসেজ দিয়ে রেখেছেন। সেই মেসেজ হতে পারে মুঠোফোনে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে। হয়তো সিন হয়েছে তবু রিপ্লাই পাননি? করণীয় কী?
প্রথমেই নেতিবাচক চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তার সঙ্গে আপনার সম্পর্কের ঘনিষ্ঠটা কতটুকু, তা বুঝতে চেষ্টা করুন। তার সঙ্গে কত দিনের পরিচয়, তার ভুবনে আপনার ঠাঁই কতটুকু, সেসব বিষয়ে যৌক্তিক চিন্তা করতে হবে। ধৈর্য ধরাই সবচেয়ে ভালো পদ্ধতি।
মেসেজের রিপ্লাই না পেলে অনেকেই একনাগাড়ে কল করতে থাকেন। হয়তো ওপাশের মানুষটি এমন কোনো অবস্থায় আছে, যেখানে মেসেজের রিপ্লাই দেওয়া কিংবা ফোন রিসিভ করা সম্ভব নয়। তিনি হয়তো ভেবে রেখেছেন, পরে সুবিধাজনক সময়ে আপনার রিপ্লাই দেবেন। সেই পর্যন্ত অপেক্ষা করা উচিত। ননস্টপ কল দিলে ওপাশের মানুষটি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন। এতে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কাই বেশি।
যিনি আপনার মেসেজের রিপ্লাই দেননি কিংবা ফোন রিসিভ করেননি; পরবর্তীকালে তার সঙ্গে দেখা হয়ে গেলে এসব বিষয়ের কারণ জানতে না চাওয়াই শোভনীয় হবে। আবার কেউ যদি অনেক দিন ধরেই ফোনকল রিসিভ না করেন কিংবা মেসেজের রিপ্লাই না দেন, তাহলে ভিন্ন কোনো মাধ্যমে তার খবরাখবর জানার চেষ্টা করা যেতে পারে। এমনও তো হতে পারে, সেই ব্যক্তির কোনো বিপদ হয়েছে।
কেউ ফোন না ধরলে বা মেসেজের রিপ্লাই না দিলে তা অন্যান্য ব্যক্তির কাছে বলে বেড়ানো উচিত হবে না। সবচেয়ে ভালো হবে ভার্চুয়াল কার্যকলাপ দিয়ে কোনো মানুষকে বিচার না করা। বাস্তব জীবনে মানুষটি কেমন, সেটাই বিবেচ্য।