আজকের রাশি I ১ অক্টোবর
মেষ
আগুন্তুক আসছে আজ, অন্যরকম দিন।
বৃষ
কাবু হবেন না, কাবু হওয়া যাবে না।
মিথুন
চাপে থাকবেন, মুক্তও হবেন।
কর্কট
কবুল করতে হবে আজ অনেক কিছুই, ঠকবেন না।
সিংহ
না পাড়া জিনিশটাই পারবেন আজ, অবাক তো!
কন্যা
আরেকটু তারপরেই তৃপ্তির ঢেকুর তুলবেন আজ।
তুলা
ঝড় সামলাতে হবে, মনের জোরই যথেষ্ট।
বৃশ্চিক
সেবা করার সুযোগ পাবেন, সেবাই কিন্তু জীবনের সংগ্রহ।
ধনু
মিষ্টি মিষ্টি দিন, সবই ভালো লাগবে আজ।
মকর
হুড়োহুড়ি লাগতে পারে, আঁচ করতে পারছেন তো!
কুম্ভ
খানিকটা কৌশলী আজ হতেই হবে, নতুবা বিপদ
মীন
বিড়ম্বনা খানিক আছে আজ, তবে তা খ্যাতির