মশা যাদেরকে বেশি কামড়ায়
একই ঘরে দু-তিনজন থাকার পরও মশা কেবল আপনাকেই বেশি কামড়ায়? এর পেছনে কিছু কারণ আছে। কামড়ানোর ক্ষেত্রে মশাদের বিশেষ পছন্দ আছে। যেমন গবেষকেরা বলেছেন, যাদের রক্তের গ্রুপ ‘ও’ মশা তাদের কাছে বেশি যায়। লাল, কালো কিংবা গাঢ় নীল পোশাক পরলেও মশা বেশি কামড়ায়। মশা এসব রঙের প্রতি বেশি আকৃষ্ট হয়।
যারা নিয়মিত বিয়ার পান করেন, মশা তাদের প্রতি বেশি আকর্ষণ বোধ করে। তাদের রক্ত পানের জন্য মশা একপ্রকার উতলা হয়ে ওঠে। এটিও গবেষণায় প্রমাণিত। বেশি ঘামালেও মশা কামড়ায়। গবেষকদের মতে, ঘামে থাকে অ্যামোনিয়া ও ল্যাকটিক অ্যাসিড, যা মশাকে বেশি আকৃষ্ট করে।
অন্যদের তুলনায় যারা বেশি গরম অনুভব করেন, তাদেরকেও মশা বেশি কামড়ায়। নিয়মিত ব্যায়াম করলে শরীর গরম থাকে। ফলে মশা বেশি কামড়াতে পারে। ইউনিভার্সিটি অব উইসকনসিন-মেডিসিনের এন্টোমোলজির অধ্যাপক সুসান পাসকিউইটজের ভাষ্য, শরীরের উচ্চ তাপমাত্রা, প্রশ্বাসের কার্বন ডাই-অক্সাইড ও ল্যাকটিক অ্যাসিডের মতো ত্বকের কিছু কেমিক্যাল মশাকে রক্ত খাওয়ার জন্য উদ্বুদ্ধ করে।
এসব কারণ ছাড়াও গর্ভবতীদের প্রতি মশা বেশি আকৃষ্ট হয়। এ সময়ে নারীদের কিছু শারীরিক পরিবর্তন আসে। শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই মশা তাদেরকেও বেশি কামড়ায়।