সম্পাদকীয়
বিশ্বব্যাপী করোনাজনিত বিপর্যয়ের ভেতর দিয়ে আমরা নতুন বছরে এসে পড়েছি। মানুষ পরাজিত হয় না কখনো। ফলে পৃথিবীও এগিয়ে চলে। সবকিছু ছাপিয়ে বড় হয়ে ওঠে জীবন। মানুষের বেঁচে থাকার নিরন্তর এই সংগ্রাম এবং সফলতার মধ্যে সৌন্দর্য আছে। আনন্দও আছে শেষ পর্যন্ত। মোদ্দা কথা, দুর্যোগ যত সর্বগ্রাসী হোক, মানুষ তার জীবনকে পরিস্থিতি অনুযায়ী সাজিয়ে নিতে পারে।
যাহোক, সুন্দরের আরাধনা মানুষের চিরন্তন। কেবল মৌলিক চাহিদা পূরণের মধ্যে মানবজীবন আবদ্ধ নয়। যেখানে আমরা বসবাস করি, সেখানকার অভ্যন্তর ও আশপাশের দিকে খেয়াল করলেই টের পাওয়া যায়, সুন্দরভাবে বেঁচে থাকার চেষ্টায় আমরা কতটা মনোযোগী! যেখানে আমরা কাজ করি, সেখানকার বেলায়ও একই কথা প্রযোজ্য। অন্যদিকে আমাদের আসা-যাওয়ার পথের দুপাশে তাকালে দেখব, সবই কোনো না কোনোভাবে বিন্যস্ত। কিন্তু তা সর্বত্রই সুশৃঙ্খলভাবে বিন্যাসিত নয়। এমনকি বেশির ভাগ ক্ষেত্রে দৃশ্যমান নয় তেমন কোনো প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশ। আমাদের বসবাসের এলাকা বা আশপাশের অঞ্চল বৃক্ষশোভিত হলে তা হয়ে উঠতে পারত মনোমুগ্ধকর ও জীবনবান্ধব।
মানুষ কেবল খাওয়া-পরার জৈবিক চাহিদার মধ্যেই বাঁচে না, টিকে থাকতে চায় সুস্থ পরিবেশের ভেতরে। প্রকৃতিই দেয় আশ্রয়। নিসর্গকে তাই মানুষ আপন রুচি ও কল্পনায় সাজিয়ে নিয়েছে। প্রতিস্থাপন করেছে গ্রাম বা শহরের বাস্তু-পরিবেশে। বাগান বা উদ্যানচর্চা মানুষের সেই শিল্পকল্পনার গুরুত্বপূর্ণ দিক। হ্যাঁ, ক্যানভাসের এবারের সংখ্যা সাজানো হয়েছে বাগান ও উদ্যানসংক্রান্ত নানান লেখার সমন্বয়ে।
এবারের প্রচ্ছদ নিবন্ধে স্থান পেয়েছে উদ্যানের নন্দনবিষয়ক রচনা। বিশ্বব্যাপী এবং ভারতসহ বাংলাদেশে উদ্যানচর্চার ইতিহাসের দৃষ্টিকোণ থেকে নান্দনিক বাগান গড়ে তোলার কলাকৌশলের উপর আলো ফেলা হয়েছে এই লেখায়। রয়েছে প্রাকৃতিক তন্তু থেকে তৈরি কাপড়ের পোশাক, ছাদ বা বারান্দার টবে উৎপাদিত উদ্ভিজ্জ উপাদান ব্যবহারে ত্বকচর্চার অনুষঙ্গ, ভোজ্য কাঠ, ভেগান ফ্যাশন, কাঁচা মরিচের খাদ্য-উপকরণ, ফুল-চায়ের রেসিপি ইত্যাদি। আছে পরিবেশ রক্ষায় স্থানীয় বৃক্ষপ্রজাতির ভূমিকাবিষয়ক রচনা। তা ছাড়া গাছের নানাবিধ সামাজিক ব্যবহার, বৃক্ষের উৎস এবং সেবা-সংক্রান্ত বিষয়াবলিও অন্তর্ভুক্ত হয়েছে। এতে ঢাকা শহরে গাছের জোগান দেওয়া কয়েকটি প্রতিষ্ঠানের হদিসও মিলবে। এর বাইরে নিয়মিত বিভাগের নিবন্ধ ও প্রতিবেদন রাখা হয়েছে বৃক্ষকে কেন্দ্র করে। আশা করি বাগানপ্রেমী ও কৌতূহলী পাঠকদের কাজে লাগবে।
নতুন বছর নিরাপদ ও আনন্দদায়ক হোক।