skip to Main Content

ইভেন্ট I উইমেনস অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ড ২০২১

নারী আজ পিছিয়ে নেই। সাহস ও আত্মবিশ্বাস নিয়ে শত বাধা, বিপত্তি পেছনে ফেলে পুরুষের পাশাপাশি এগিয়ে চলছে। সমাজ ও দেশের উন্নয়নে রাখছে বিশেষ অবদান। অনুপ্রাণিত করছে হাজারও নারীকে। এমন প্রেরণাদায়ী নারীদের ‘উইমেনস অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ড ২০২১’-এর মাধ্যমে সম্মানিত করেছে জেসিআই বাংলাদেশ। নারী দিবস উপলক্ষে গত ২৭ মার্চ রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের স্কাই বলরুমে জাঁকজমক এক অনুষ্ঠানে বাংলাদেশের ১৩ নারীর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
আন্তর্জাতিক নারী দিবসে ইউএন উইমেনের থিম ছিল ‘উওম্যান ইন লিডারশিপ: কোভিড-১৯ বিশ্বে সমান ভবিষ্যৎ অর্জন’। এর ওপর ভিত্তি করে জেসিআই বাংলাদেশ প্রোগ্রামটি আয়োজন করে। অ্যাওয়ার্ড সেসব নারীকে দেওয়া হয়েছে, যারা লিডার হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরে অন্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করার পাশাপাশি ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন।
অ্যাওয়ার্ডগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেমন উদ্যোক্তা, ব্যাংকিং, আইন, ব্যবসায় উদ্ভাবন, মেডিকেল উদ্ভাবন, প্রতিরক্ষা, শিল্প ও সংস্কৃতি, ফ্যাশন এবং বিউটি, মিডিয়া ও করপোরেট সেক্টর। যেসব সফল নারীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে তারা হলেন মাসুমা রহমান নাবিলা, নাহিতা নিশমিন, নাসিমা আক্তার নিশা, প্রিমা নাজিয়া আন্দালিব, ফারহানা রফিক উজ্জামান, অ্যাডভোকেট নাহিদ সুলতানা (যুথী), ব্যারিস্টার রাশনা ইমাম, রুখমিলা জামান, ড. সেঁজুতি সাহা, সানজিদা হক, আরেফিন লুনা, শামীমা নাসরিন, টিনা এফ জাবীন এবং কর্নেল ডা. জেবুন নাহার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাগুফতা ইয়াসমিন এমিলি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য প্রাইম মিনিস্টার ব্যারিস্টার শাহ আলী ফরহাদ এবং মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জো অ্যান ওয়াগনার। এ ছাড়া জেসিআই বাংলাদেশের ন্যাশনাল অফিসার, লোকাল প্রেসিডেন্ট, সদস্যবৃন্দ, বিজনেস লিডার, কূটনীতিক, সরকারি অফিশিয়াল এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই আয়োজনের প্ল্যাটিনাম স্পনসর দারাজ এবং গোল্ড স্পনসর এআইএস, বিএনও, ওকোড, ওয়ারাহ। এ ছাড়া সিলভার স্পনসর ছিল ল্যাভিশ, কাজী প্রিন্টিং অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেড, রয়েল টিউলিপ লাক্সারি হোটেলস, লঙ্কাবাংলা ফিন্যান্স। মিডিয়া পার্টনার ছিল ইনডিপেনডেন্ট টিভি, সমকাল, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, কালারস এফএম ও ক্যানভাস। স্পনসর এবং পার্টনারদের হাতে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা স্মারক তুলে দেন জেসিআই বাংলাদেশের নবনির্বাচিত ন্যাশনাল প্রেসিডেন্ট এবং অনুষ্ঠানের সভাপতি নিয়াজ মোরশেদ এলিট।
উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের সংগঠন। এটি একটি অলাভজনক বৈশ্বিক সংস্থা, যারা তাদের শ্রেণির মধ্যে প্রভাব তৈরি করতে নিযুক্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ। জেসিআই এখন বাংলাদেশের প্রায় এক হাজার সদস্যসহ ১৮টি লোকাল চ্যাপ্টারে কাজ করছে।

 ফাহমিদা শিকদার
ছবি: জেসিআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top