skip to Main Content

সম্পাদকীয়

স্মৃতিকাতরতা মানবপ্রবৃত্তি ও সংবেদনশীলতার অবিচ্ছেদ্য অংশ। রোমান্টিক হলে তো কথাই নেই। তার অভিপ্রায় বর্তমানকে স্মৃতি দিয়ে দেখা। বিশেষত বিদ্যমান পরিস্থিতি যখন জীবনযাপনে প্রতিকূল হয়ে ওঠে, তখন মানুষ স্মৃতির আশ্রয় নেয়। উত্তরণের জন্য নতুন স্বপ্ন রচনা করতে চায়। বিশ্বজুড়ে এখনকার প্রায় স্থবির সময়ে আমাদের জীবনেও তাই ঘটছে। মেকআপের ক্ষেত্রে যেমন আমরা সঙ্গে রাখতে চাইছি নিকট ও দূর অতীতের সৌন্দর্যবোধকে। নানাভাবে পরীক্ষা করে দেখছি কোন দশকের সঙ্গে বর্তমানকে মিশিয়ে নিতে পারলে নতুন এবং আরও সুন্দর দেখায়। এবারের কভারস্টোরি সেদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। এ যেন বদ্ধ সময় থেকে মুক্তির জন্য নতুন করে সেজে ওঠা। রোমান্টিক মন নিয়ে। এবার সে রকম আয়োজনে ঈদ উদ্‌যাপনের পালা। প্রস্তুতি হিসেবে থাকছে দুই সপ্তাহে ত্বক সুন্দর করে তোলার কৌশল ও উপকরণের নির্দেশনামূলক রচনা।
ফ্যাশনেও ঘটছে সময়ের প্রতিফলন। বাড়িতে, পারিবারিক গন্ডির মধ্যেই যেহেতু এবারের উৎসব উদযাপনের প্রস্তুতি, সেহেতু আমাদের মাথায় রাখতে হচ্ছে আনুষ্ঠানিক জাঁকজমক এড়িয়ে আড়ম্বরহীন অথচ সুন্দর পোশাকে নিজেদের কীভাবে সাজানো যায়। এমবেলিশমেন্ট ছাড়া উৎসব অকল্পনীয়, তাই এর কিছুটা যোগ রাখতে হলো ঘরোয়া আয়োজনে। এবারের পোর্টফোলিওতেই সেটা বুঝতে পারা যাচ্ছে। মোদ্দা কথা হলো, ফ্যাশনের একটি ঘরোয়া সংস্কৃতি গড়ে উঠছে বিশ্বজুড়ে। এবং সে অনুযায়ী আরামদায়ক ফ্যাব্রিক, প্রশান্তিকর রং, পরিবেশ ও সময়োপযোগী স্টাইলিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। বাড়তি কিছু তো বর্জন করা হচ্ছেই।
ঘরে বসে আনন্দে থাকার বিষয়টিও প্রাধান্য পাচ্ছে এবং এ সঙ্গে যুক্ত প্রসঙ্গ নিয়েই ক্যানভাসের লাইফস্টাইল বিভাগে থাকছে কিছু রচনা। সেগুলোতে যেমন কৌতূহলোদ্দীপক তথ্য মিলবে, তেমনি বিনোদনের রসদও থাকছে। ঐতিহ্যের সঙ্গেও নতুন করে পরিচয় ঘটবে। যেমন গোপাল ভাঁড়, জলযান, তাঁতশিল্পের ইতিহাস, সিনেমার ব্যানার অথবা হারিয়ে যাওয়া নগরী গৌড়-লক্ষ্মণাবতীর বিলুপ্তপ্রায় নিদর্শন সম্পর্কে রয়েছে কয়েকটি নিবন্ধ।
এত দিনে বুঝতে পেরেছি, আমাদের এমন খাদ্য গ্রহণ করতে হবে, যাতে শরীর সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে। অতিমারির শুরু থেকেই ক্যানভাস সেই ভাবনার চর্চা করে এসেছে এবং রেসিপিগুলো সে অনুযায়ী উপস্থাপিত হচ্ছে। এবারেও যেমন থাকছে নানা রকম স্বাস্থ্যকর পানীয়, ভিটামিন ও প্রোটিনযুক্ত খাবার এবং পুষ্টিকর ও সুস্বাদু ডেজার্ট। উল্লেখ্য, বাড়িতেই এগুলো তৈরি করা সম্ভব ও সহজ। আশা করি ঈদের ডাইনিং উপভোগ্য হবে।
নিজেদের যত্ন নিন সবাই। আনন্দে ও নিরাপদে থাকুন। ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top