আজকের রাশি I ৫ জুলাই
মেষ
প্রিয়জনের কাছে একধরনের কৈফিয়ত দিতে হতে পারে।
বৃষ
বিস্মিত হওয়ার মতো ঘটনার মুখোমুখি হতে পারেন আজ।
মিথুন
যা ভেবেছিলেন, তা না হলেও কাছাকাছি কিছু একটা হতে চলেছে আজ।
কর্কট
আজ সুসংবাদ আসতে পারে। তা চমকে যাওয়ার মতোই হবে।
সিংহ
প্রেমের সুযোগ আসতে পারে, তবে তা হাতছাড়া করবেন কেন?
কন্যা
প্রবাস-সংক্রান্ত কোনো বিষয়ে সমাধান মিলতে পারে। যা অপ্রত্যাশিতই ছিল।
তুলা
নিজের বুদ্ধিমত্তার জন্য প্রশংসিত হতে পারেন।
বৃশ্চিক
একধরনের বোঝাপড়ার মধ্য দিয়ে যেতে হতে পারে।
ধনু
দিনটা আজ উজাড় করে দিতে যাচ্ছেন কারও জন্য।
মকর
কারও সঙ্গে নৈতিকতার দ্বন্দ্বের অবসার ঘটতে পারে আজ।
কুম্ভ
অন্যের জন্য কিছু করাটাই কিন্তু জীবনের প্রকৃত সংগ্রহ। আজ তাই হচ্ছে।
মীন
আলোচিত হওয়ার মতো কিছু একটা করতে যাচ্ছেন আজ।