সম্পাদকীয়
ফেব্রুয়ারি এসে গেল। বাঙালির তো বটেই, বিশ্ববাসীর জন্য এটা বিশেষ একটা মাস। মাতৃভাষা, প্রেম আর বসন্তের রঙে রঞ্জিত এর দিনগুলো। আপনাদের প্রিয় ক্যানভাস সেভাবেই বর্ণিল হয়ে ওঠে। কিন্তু আমরা ভুলে যাই না শহীদদের কথা, প্রভাতফেরির ছবি। তাই দেখবেন, বসন্তসাজের পাশাপাশি এবারের পোর্টফোলিওতে স্থান পেয়েছে সাদাকালোর শোক আর শ্রদ্ধার প্রকাশ।
আমরা জানি, ভাষা কেবল মুখের বুলি নয়, এর লিখিত একটা রূপ আছে। বই তা ধারণ করে। বইয়েরও আছে নিজস্ব ভাষা, যা আমাদের শেখায়, দেখায়, ভাবায়। সমৃদ্ধ করে জীবন ও জগৎ সম্পর্কিত বিচিত্র জ্ঞানে। আমাদের সৃষ্টিশীল করে তোলে। বিবেক প্রশস্ত করে, মনুষ্যত্ব জাগিয়ে রাখে। যে-জাতির পাঠক যত বেশি, সে-জাতি তত সভ্য ও মানবিক। তথ্যপ্রযুক্তির যুগে যখন আমরা প্রবেশ করছিলাম, তখন অনেকেরই মনে এই শঙ্কা ছিল যে, লোকে মুদ্রিত বইয়ের প্রতি আর আগ্রহী হবে না; কিন্তু এখনো বিশ্বজুড়ে বিভিন্ন ভাষায় লাখ লাখ বই প্রকাশ পাচ্ছে। ভাবুন তো, কেবল স্প্যানিশ সংস্করণে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের বই বিক্রি হয় বছরে এক লাখ কপির বেশি! ইংরেজি সংস্করণে বিক্রি হয় এর পাঁচ গুণ! আর দেখুন, বাংলাদেশে প্রতিবছরই অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। পুরো ফেব্রুয়ারিজুড়ে। বই যে আমাদের আবশ্যিক সঙ্গী, এটা সেই সাক্ষ্য দেয়। হ্যাঁ, এ নিয়েই এবারের কভারস্টোরি। বইয়ের প্রতি ভালোবাসা উসকে দেয়ার জন্য। প্রকৃত মানুষ হিসেবে সময়ের সঙ্গে এগিয়ে থাকার জন্য। বই সম্পর্কিত আরও দুটি বিশেষ রচনা তো থাকছেই।
শীত বিদায় নিচ্ছে। কিছুদিনের মধ্যেই দখিনা হাওয়া বইবে, নতুন পাতা আর ফুলে সেজে উঠবে প্রকৃতি। আমাদেরও বদল ঘটবে সাজসজ্জায়। ফাগুনের উজ্জ্বলতা, একুশের ভাবগাম্ভীর্য আর ভালোবাসার ঐশ্বর্য প্রকাশের জন্য তাই তিনটি লুক দেখানো হলো এবার। সেজেই দেখুন, কেমন নতুন আর প্রশান্তিকর সৌন্দর্যে আপনার রূপ উদ্বোধিত হলো!
এত কথার মধ্যেও বেদনার সুর বেজে উঠছে থেকে থেকে। প্রসিদ্ধ কণ্ঠশিল্পী শাম্মী আখতার আমাদের মাঝে নেই। শৈশবে কতো শুনেছি তাঁর গান! চলে গেলেন কথাসাহিত্যিক শওকত আলী, ‘প্রদোষে প্রাকৃতজন’ উপন্যাসের জন্য বাঙালির কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আরেকজনের কথা না বললেই নয়। তিনি চিলির কবি নিকানোর পাররা, তাঁর রচিত অ্যান্টিপোয়েট্রি বা প্রতিকবিতা গত শতাব্দীর শ্রেষ্ঠ এক আবিষ্কার, যা বিশ্বজুড়ে কবিতার পালাবদল ঘটিয়েছে।
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আপনাদের জন্য বসন্তের শুভকামনা আর ভালোবাসা রইল।