সম্পাদকীয়
বিশ্বব্যাপী ঘোরতর দুর্যোগের মধ্যেও আনন্দদায়ক অভিজ্ঞতায় আমাদেরকে উদ্বেলিত করল বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ে সফরে সাফল্যের পর দেশের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে বিশ্বসেরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছে। অর্থাৎ দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। কিন্তু পরপর তিন ম্যাচে বড় একটা দলের সঙ্গে যে ক্রীড়ানৈপুণ্য আমরা দেখেছি, তাতে সবার মনটা গর্বে ভরে উঠেছে। হয়তো অনেকের ডিপ্রেশনও কেটে গেছে, বিশেষত যারা প্রায় প্রতিদিন একের পর এক দুঃসংবাদ শুনে মুষড়ে পড়েছেন। কিংবা দিনের পর দিন বাড়িতে বন্দি থাকতে থাকতে মানসিক ক্লান্তিতে ভুগছেন। উল্লেখ বাহুল্য নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই বাংলাদেশের প্রথম জয়। এই স্মরণীয় ঘটনার সাক্ষী হতে পারা কম আনন্দের বিষয় নয়। এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে ভালো লাগছে।
এটি ক্যানভাসের ষোড়শ বর্ষপূর্তি সংখ্যা। অর্থাৎ সতেরো বছরে পা রাখল এই ম্যাগাজিন। ২০০৫ সালের আগস্টে পত্রিকাটি যখন প্রকাশ করি, তখন পরিসরটি এখনকার মতো বড় ছিল না। লোকবলও ছিল কম। আমি বিশ্বাস করি, যত সীমাবদ্ধতা থাকুক; স্বপ্ন, চেষ্টা আর মানুষের সহযোগিতা সঙ্গে থাকলে বহু দূর যাওয়া যায়। সহকর্মীদের মেধা, সৃজনশীলতা, পরিশ্রম এবং পাঠকদের সমর্থন ও বিজ্ঞাপনদাতাদের সহযোগিতা এই প্রকাশনাকে এত দূর নিয়ে এসেছে। আপনাদের ভালোবাসা নিয়ে ক্যানভাস চলুক। সেই পথে, যা তৈরি হয়েছে একটা বড় স্বপ্ন নিয়ে। সেটি কী? এর জবাব ম্যাগাজিনটির মধ্যেই আপনারা পাবেন। তবু বলি, বাংলাদেশের বিকাশমান ফ্যাশন, বিউটি, লাইফস্টাইল এবং খাদ্যসংস্কৃতির বৈচিত্র্য ও সম্ভাবনাকে মুক্ত করা। পথ দেখিয়ে দেওয়া। সঙ্গে থাকা।
বর্তমান সংখ্যা সাজানো হয়েছে বর্ষপূর্তি উদ্যাপনকে মাথায় রেখে। ফলে কৌতূহলোদ্দীপক ও বিনোদনমূলক বিচিত্র বিষয়কে সূচিতে অন্তর্ভুক্ত করা হলো। নিয়মিত বিভাগের নির্দিষ্ট লেখাগুলো তো থাকছেই। আশা করি পাঠকদের ভালো লাগবে।
সবাইকে ক্যানভাসের বর্ষপূর্তির অভিনন্দন ও শুভকামনা জানাই। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন।