ফিচার I চেইন অ্যাকসেসরিজ
হালের ট্রেন্ড। মাস্ক ও চশমার সঙ্গে জুড়ে নেওয়া যায়। স্টাইলটি জনপ্রিয় হয়েছে নিউ নরমালের হাত ধরে
নব্বইয়ের দশকে চেইন অ্যাকসেসরিজের ট্রেন্ড ছিল উল্লেখ করার মতো। প্রয়োজনীয় জিনিস ব্যবহারের সুবিধার্থে এটি ফিরে এসেছে। ডিজাইনাররা এটিকে নানান আঙ্গিকে ও উপকরণে আরও প্রয়োজনীয় করে তুলছেন। সানগ্লাস, পাওয়ারগ্লাস, এয়ারপড কেস এবং মাস্ক কাছাকাছি রাখা ও ব্যবহারের জন্য চেইনের সঙ্গে যুক্ত হয়েছে। গুচি ও ফেন্ডির মতো ডিজাইনারদের স্প্রিং-সামার কালেকশনেও এটি স্থান পেয়েছে। লেডি গাগা প্রতিদিনকার ফেস মাস্কের সঙ্গে চেইন ব্যবহার করে নতুন লুক তৈরি করেছেন। বোল্ড আইওয়্যার থেকে হালকা সোনার লিংক পর্যন্ত সিআর রাউন্ডে সবচেয়ে স্টাইলিশ অনুষঙ্গে পরিণত হয়েছে এটি। এর ধারাবাহিক প্রভাব থেকে বাদ যায়নি রানওয়ে আর স্ট্রিট ফ্যাশনও।
ফেস মাস্ক এখন সবার জীবনধারার অংশ হয়ে উঠেছে, অনেক ব্র্যান্ড নতুন ভার্সনের অফার দিয়ে যাচ্ছে। সুন্দর কাপড়, প্যাটার্ন এবং চাহিদা অনুযায়ী বাহারি মাস্ক পাওয়া যাচ্ছে। এ ছাড়া নতুন করে দেখা যাচ্ছে চেইনের মতো মাস্ক অ্যাকসেসরিজ।
ফ্যাশন ও স্বাস্থ্যরক্ষার দিক থেকে এটি কার্যকর একটি উপকরণ। মাস্ক চেইনে কাছে রাখতে সহজ এবং প্রয়োজনে খুলে রাখা যায় ও নিরাপদ থাকে। এটি ব্যবহারের সুবিধা হলো, চেইন লাগানো থাকায় বাইরে যাওয়ার সময় মাস্ক নিতে ভুলে যাওয়ার শঙ্কা থাকে না।
এই অনুষঙ্গ এখন প্রয়োজনীয় একটি উপকরণ, তবে এর ফ্যাশনেবল উপস্থাপন লুকে নতুনত্ব যোগ করছে। যেমন, পার্ল চেইন। শুধু সাধারণ একটি মুক্তার লহর যেকোনো পোশাকে এনে দিতে পারে পরিশীলতার ছোঁয়া, এমনকি হতে পারে তা জিনস কিংবা টি-শার্টেও।
এখন গলায় পরার সাইজে নানান ডিজাইনের গোল্ড প্লেটেড চেইন বের হয়েছে। এটি চশমা বা মাস্কের সঙ্গে জুড়ে দেওয়া যায় সহজে।
উজ্জ্বল পুঁতির চেইন বা মালার আবেদন কখনো শেষ হবার নয়। যেকোনো পোশাকের সঙ্গেই এগুলো মানানসই। ক্ল্যাসপ ছোট হতে পারে, কিন্তু চেইনটি যেকোনো আকারের ফেস মাস্ক ব্যান্ড চারপাশ থেকে লুপ করে নিতে পারে এবং সুরক্ষিত রাখতে পারে।
চাঙ্কি কনভারটেবল চেইন, সাধারণত সানগ্লাসে ব্যবহৃত হয়। সানগ্লাস চেইন স্টাইলে ফিরে এসেছে এবং এই চাঙ্কি অ্যাসিটেড চেইন আইওয়্যার ও ফেস মাস্কে—দুটোতেই পরা যায়। মেটাল ক্ল্যাসপ যেকোনো সাইজের ফেস মাস্কের স্ট্র্যাপে ক্লিপিংয়ের জন্য চমৎকার এবং একই সঙ্গে ডিটাচেবল সানগ্লাস কানেকটর হিসেবেও বেশ ভালো কাজ দেয়।
ডেলিকেট অ্যাক্রিলিক চেইন। এই চেইনগুলো ন্যাচারাল কালারের এবং বেশ ফ্যাশনেবল। এগুলো যেকোনো কালারের পোশাকের সঙ্গে মানিয়ে যায় সহজে।
চিক চেইন, কৃত্রিম মুক্তা দিয়ে সজ্জিত সোনালি চেইন সাধারণত মালা বা নেকলেস হিসেবে পরা হয়। এতে সহজেই জুড়ে নেওয়া যায় ফেস মাস্ক। এটি পুঁতির মালা দিয়েও করা যায়।
নিজের নাম, পছন্দের কোনো শব্দ বা প্রিয়জনের নাম—যেকোনো ধরনের চেইনের সঙ্গে জুড়ে দিয়ে কাস্টমাইজ মাস্ক চেইন তৈরি করিয়ে নেওয়াটা এখন বেশ জনপ্রিয়।
পাতলা, বড় লকেট যুক্ত, সূক্ষ্ম—এই সব ধরনের চেইন এখন একসঙ্গে পরা হয়। এই লেয়ার্ড নেকলেস লুক বেশ এফোর্টলেস এবং কুল। তবে জেনে নিতে হবে যুক্ত করার কৌশল। কোন মডেল নিতে হবে, কিসের সঙ্গে কী যায়—এসবও। ফ্যাশনপ্রেমীরা অবশ্য বলেন, দুই থেকে ছয়টি চেইন একসঙ্গে পরার জন্য একটি ভালো।
ভিক্টোরিয়া বেকহাম থেকে হারমেস পর্যন্ত বেশ কটি কালেকশনে চেইন অ্যাকসেসরিজ আলাদা করে উপস্থাপিত হয়েছিল। বেশ প্রেজেন্টেবল ও ভিজিবল এই চাঙ্কি চেইনগুলো সহজেই সবার মনোযোগ আকর্ষণ করতে পেরেছিল। সাইজ, রিফ্লেকশন ও ভ্যারাইটি—সব মিলিয়ে অসাধারণ।
এবার পছন্দসই চেইনটি সানগ্লাস বা মাস্কের সঙ্গে জুড়ে নেওয়া যাক।
তাসমিন আহমেদ
মডেল: নাজিয়া
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: নোয়াহ্
আইওয়্যার: মুক্তা
মাস্ক : বারিক এন্ড কো.
ছবি: তানভীর খান