ফিচার I পানীয়রাঙানো
কাপড়ে অ্যান্টিকুইটি সঞ্চারের প্রাকৃতিক পদ্ধতি। সহজ ও সাশ্রয়ী। বাড়িতেই সম্ভব
ফ্যাব্রিক ডাইংয়ের হরেক রকম উপাদানের মধ্যে চা খুব গুরুত্বপূর্ণ। তবে প্রকারভেদে চায়ের রং কাপড়ে ভিন্নভাবে ফুটে ওঠে। ক্যামোমাইল টি দিয়ে ডাই করলে ফ্যাব্রিকে উজ্জ্বল হলুদ রং পাওয়া যায়। গ্রিন টি দেয় হালকা সবুজ রং। হিবিসকাস টি কাপড়কে রাঙায় পিঙ্কিশ ল্যাভেন্ডার রঙে। আর ডাইংয়ের ক্ষেত্রে ব্ল্যাক টি তো বহুল ব্যবহৃত। ট্যান, ব্রাউন বা বেইজ শেড পাওয়া যায় এ ক্ষেত্রে। বলা হয়, চা যত সুগন্ধি হয়, কাপড়ে রং তত গাঢ় হয়।
ডাইংয়ের জন্য কাপড়ের প্রস্তুতি দরকার। ন্যাচারাল ফ্যাব্রিক যেমন— কটন, সিল্ক, লিনেন এবং উলে টি ডাইং সহজ। কিন্তু পলিয়েস্টারের মতো সিনথেটিক ফ্যাব্রিক চা দিয়ে রাঙানো যায় না। প্রথমে কাপড়টা ধুয়ে নিতে হবে। একটা পাত্রে পরিমাণমতো পানি নিয়ে তাতে সামান্য তরল সাবান মেশাতে হবে। তা চুলায় জ্বাল দিতে হবে। ফুলে উঠতে শুরু করলে সেখানে কাপড়টা দিতে হয়। ঘণ্টাখানেক ফোটানোর পর পানি হলুদ হতে শুরু করলে চুলা বন্ধ করতে হবে। এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দেওয়া চাই
ডাইং তৈরির জন্য পানির পরিমাণটা ঠিকঠাক হওয়া প্রয়োজন। কাপড়টা যেন একদম ভালোভাবে ডুবে যায়। পানির পরিমাণ অনুযায়ী নিতে হবে চা। এ ক্ষেত্রে টি ব্যাগ ব্যবহার করা সবচেয়ে ভালো। এর ফলে ডাইং সহজ এবং ঝক্কিহীন হবে। এক কাপ পানির জন্য একটা টি ব্যাগ— এভাবে মেপে নেওয়া যেতে পারে। আর খোলা চা ব্যবহার করতে চাইলে প্রতি ২৫০ এমএল অর্থাৎ এক কাপ চায়ের জন্য নিতে হবে ছয় কাপ বা দেড় লিটার পানি। রং গাঢ় করতে চাইলে বাড়তি টি ব্যাগ লাগবে। প্রক্রিয়ার শুরুতে পাত্রে পানি নিয়ে তাতে মেশাতে হবে লবণ। প্রতি লিটারে দুই টেবিল-চামচ হিসেবে লবণ মিশিয়ে সেই পানি ফুটিয়ে নিতে হবে। বলক উঠলে তাতে দিয়ে দিতে হবে টি ব্যাগগুলো। মিনিট পনেরো ফোটানোর পর চা থেকে রং পুরোপুরি বেরিয়ে আসবে। ব্যস, টি ডাই তৈরি
এরপর কাপড়টা ডাই করে নেওয়ার পালা। এ ক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি প্রচলিত আছে। যেমন ফুটন্ত ডাইটা চুলা থেকে নামিয়ে টি ব্যাগ সরিয়ে তাতে কাপড়টা ডুবিয়ে রেখে দেওয়া হয় সারা রাত। দীর্ঘ সময় রাখলে রং বেশি গাঢ় হয়। অন্য আরেকটি পদ্ধতিতে ফুটন্ত রঙিন পানিতে কাপড়টা ছেড়ে দেওয়া হয়। সে ক্ষেত্রেও আগে থেকে টি ব্যাগগুলো সরিয়ে নিতে হবে পাত্র থেকে। পনেরো মিনিট ফুটিয়ে কাপড়সমেত ডাই চুলায় হালকা আঁচে বসিয়ে রাখতে হয় ঘণ্টাখানেক। তারপর পাত্রটি চুলা থেকে নামিয়ে সারা রাত রেখে দেওয়া হয়
ডাইং শেষে ঠান্ডা পানিতে ধুয়ে ডুবিয়ে রাখতে হবে পনেরো মিনিট। সেই পানিতে ভিনেগার মিশিয়ে নিতে হবে পরিমাণমতো। এতে রংটা পাকাপোক্ত হবে। পনেরো মিনিট পর ভালো করে পানি নিংড়ে ফ্যাব্রিকটা শুকিয়ে নিতে হবে কড়া রোদে
ফ্যাশন ডেস্ক
ছবি: ইন্টারনেট