সম্পাদকীয়
মার্চ। স্বাধীনতার মাস। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর হামলে পড়েছিল পাকিস্তানি সামরিক জান্তা। ইতিহাসের নৃশংসতম গণহত্যার জবাব দারুণভাবে দিয়েছিলেন এই ভূখণ্ডের স্বাধীনতাকামী মানুষ। ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। মুক্তিযুদ্ধের সকল শহীদ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
মার্চ আরেকটি বড় কারণে তাৎপর্যপূর্ণ। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীকে যথাযোগ্য মর্যাদা দান এবং বৈষম্যহীন সমাজ ও জীবনব্যবস্থা গড়ে তোলার দাবি রাখা এই দিবসের মাহাত্ম্য অপরিসীম। ক্যানভাস-এর এবারের মূল আয়োজন নারী দিবস ঘিরে। কভারস্টোরি থেকে শুরু করে প্রতিটি সেগমেন্টে রাখা হয়েছে এর ছাপ। এবারের নারী দিবসের থিম কালার পার্পল ছড়িয়ে রয়েছে পৃষ্ঠাসজ্জায়।
ফ্যাশন সেগমেন্টের বিশেষ পোর্টফোলিওতে এবার গাওয়া হয়েছে উদীয়মান নারী ফ্যাশন ডিজাইনারদের জয়গান। বিউটি সেগমেন্টেও নারীর সৌন্দর্যচর্চাকে দেওয়া হয়েছে অগ্রাধিকার। ফুড সেগমেন্টে রয়েছে এ সংশ্লিষ্ট সময়োপযোগী আয়োজন। আর লাইফস্টাইল সেগমেন্টে বিশেষ সংযোজন—বিভিন্ন সেক্টরে প্রতিভার স্বাক্ষর রাখা এ প্রজন্মের প্রতিনিধিত্বশীল ১০ নারীর সাক্ষাৎকার।
বিভিন্ন সমাজে অনেকদিন ধরেই অনাকাঙ্ক্ষিতভাবে নারী-পুরুষের বৈরী সম্পর্কের চর্চা হয়ে আসছে বহু ধরনে। অথচ যেকোনো সুশিক্ষিত ও বিবেকবোধসম্পন্ন মানুষমাত্রই জানেন, নারী-পুরুষের প্রত্যাশিত সম্পর্কটি প্রতিদ্বন্দ্বিতার নয়; বরং কাঁধে কাঁধ রেখে অমূল্য জীবনতরি পাড়ি দেওয়ার। তাই নারী-পুরুষনির্বিশেষে যেকোনো মানুষের জীবনযাপনে যেন কোনো বৈষম্য এসে বাধা হয়ে না দাঁড়ায়, তেমন সমাজব্যবস্থা গড়ে তোলার দায় কারও পক্ষে এড়ানো সম্ভব নয়; উচিতও নয়।
বিভেদের ঊর্ধ্বে প্রত্যেক মানুষই মানবজীবনের যথাযোগ্য মর্যাদা লাভ করুক।
সবার জন্য শুভকামনা।