বুলেটিন
মেশিন ম্যানিকিওরিস্ট
পৃথিবীতে এবারই প্রথম। নখে নেইলপলিশ দিয়ে দেবে রোবট। এমনই এক অভিনব প্রযুক্তি নিয়ে কাজ করেছে স্যানফ্রানসিসকো বেসড রোবটিকস কোম্পানি ক্লকওয়ার্ক। প্রতিষ্ঠাতা রেনুকা আপ্তে এবং সহকারী প্রতিষ্ঠাতা অ্যারন ফেল্ডস্টেইনের এমন উদ্ভাবন সাড়া ফেলেছে পুরো সৌন্দর্যবিশ্বে। টিকটক, ইনস্টাগ্রাম আর ইউটিউব ভিডিওতে পোস্টের পাশাপাশি রোবটের সঙ্গে তোলা সেলফিও এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ আলোচিত। মাইক্রোওয়েভ মেশিনের চেয়ে সামান্য বড় এ রোবট একসময়ে একটি করে নখে নেইলপলিশ মাখিয়ে দিতে পারে। পলিশ দেওয়া কার্টিজ পুরে দিতে হয় মেশিনের ভেতর। বর্তমানে প্রায় পঁচিশটি ভিন্ন রঙের কার্টিজ সাপোর্ট করে রোবটটি। মেশিনের হ্যান্ড রেস্টে হাত রেখে রেডি বললেই কাজ শুরু করে এটি। প্রথমে এতে থাকা দুটি থ্রিডি ক্যামেরা দিয়ে নখের ছবি তুলে নেয়। তারপর প্রোপাইটারি এআইয়ের মাধ্যমে অ্যাকুরেসি মেনে নেইলপলিশ অ্যাপ্লাই করে দেয় নখে। পুরো প্রক্রিয়া সারতে সময় লাগে মাত্র দশ মিনিট। রোবটের সাহায্যে প্রতিবার খরচ পড়বে ৮ ডলারের কম।
ম্যাক্সফ্যাক্টরের মিরাকল ফাউন্ডেশন
আসলেই বিস্ময়কর এক মেকআপ প্রোডাক্ট এটি। আদতে ফাউন্ডেশন কিন্তু কাজ করবে ত্বক পরিচর্যার পণ্যের মতো। অর্থাৎ ম্যাক্সফ্যাক্টরের মিরাকল পিওর স্কিন ইমপ্রুভিং এ ফাউন্ডেশন ত্বকে দেবে নিখুঁত ফিনিশ আর বাড়তি সতেজতা। মিডিয়াম বিল্ডেবল কভারেজ দেওয়া এই প্রোডাক্ট মিলবে ২০টি ভিন্ন শেডে। ফলে ব্যবহার করা যাবে প্রায় সব ধরনের স্কিন টোনে। সেই সঙ্গে এতে থাকা কোলাজেন বুস্টিং কমপ্লেক্স ত্বকের স্বাস্থ্য রক্ষায় সহায়ক। এতে আছে হায়ালুরনিক অ্যাসিড, ভিটামিন সি, স্কোয়ালেন এবং এসপিএফ ৩০, যা ত্বকের সৌন্দর্য ধরে রাখার জন্য খুবই উপকারী। এই ফাউন্ডেশন একই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা, ইলাস্টিসিটি ও মসৃণভাব বাড়াতে সহায়ক। সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে ত্বককে বাঁচানোর পাশাপাশি দীর্ঘ ২৪ ঘণ্টা ধরে আর্দ্র রাখতে পারে। দামও রাখা হয়েছে হাতের নাগালে। মাত্র ১৩ ডলার।
ব্যাক টু বেসিক
দশ ধাপের ত্বকচর্চার রোজকার রুটিন যাদের অসাধ্য মনে হয়, তাদের জন্য বিউটি ব্র্যান্ড ইএলএফের নতুন আবিষ্কার। পিওর স্কিন নামের স্কিন কেয়ার কালেকশন। তিনটি মাত্র পণ্য দিয়ে তৈরি। কিন্তু ত্বকের পুরোদস্তুর পরিচর্যায় যথেষ্ট। ডার্মাটোলজিস্টদের দিয়ে তৈরি অ্যাডভান্সড ফর্মুলার প্রতিটি পণ্য। ত্বক উপযোগী উপাদানে পরিপূর্ণ। প্রথমটি ক্লিনজার, যা ব্যবহারে ডাবল ক্লিনজিংয়ের দরকার হবে না ত্বকে। ক্রিমি ফর্মুলায় তৈরি এ ক্লিনজারে রয়েছে ওট মিল্ক, ময়শ্চারাইজিং নিয়াসিনামাইড আর হায়ালুরনিক অ্যাসিড; যা কোমলভাবে ত্বকের ভেতর থেকে ধুলা ময়লা, তেল আর দূষণ দূর করতে সচেষ্ট। তারপর থাকছে টোনার। এটি ব্যবহার করলে ত্বকে সেরাম অথবা এসেন্সে ব্যবহারের প্রয়োজন পড়বে না; বরং এটি ব্যবহারে ত্বকের অবশিষ্ট মেকআপ দূর হবেই। সেই সঙ্গে ত্বকের সুরক্ষা দেয়ালকে রাখবে আর্দ্র ও স্বাস্থ্যোজ্জ্বল। পিওর স্কিনের ময়শ্চারাইজারও চমৎকার কার্যকর। ত্বকে জরুরি আর্দ্রতার জোগান দেওয়ার সঙ্গে প্রাইমার হিসেবেও চমৎকার। দিনে কিংবা রাতে। প্রতিটি পণ্যের দাম ৯ থেকে ১২ ডলার। বিউটি ডেস্ক