সম্পাদকীয়
আকাশে চলছে মেঘের লুকোচুরি। প্রকৃতিও দারুণ বৈচিত্র্যময়। কখনো রোদের তীব্রতা, কখনো এক পশলা বৃষ্টি, কখনোবা ক্ষণিকের জন্য হিমশীতল বাতাসের ঝাপটা। প্রকৃতির এমন হেঁয়ালি আচরণের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে অনেকেই ক্লান্ত-শ্রান্ত। মৌসুমি অসুখ-বিসুখ রাঙাচ্ছে চোখ। এমন দিনে তাই দরকার বাড়তি সচেতনতা। কেননা, শরীর সুস্থ না থাকলে শরতের বৈচিত্র্যময় প্রাকৃতিক রূপ-রস উপভোগ করা সম্ভব নয়।
শুরুতেই নেতিবাচক প্রসঙ্গ আসায়, প্রিয় পাঠক, আশা করি ভুল বুঝবেন না! শরৎ যে এক শুভ্র সময়, সে কথা তো বলাই বাহুল্য। সেই শুভ্রতার ছোঁয়ায় সেজেছে এবারের ক্যানভাস। তাতে যুক্ত হয়েছে জীবনের গতি। তাই এবারের কভারস্টোরি রাইড ইন স্টাইল ঘিরে। সঙ্গে থিম রং রাস্টিক পিংক।
ক্যানভাসের শরৎকালীন এই আয়োজনে ফ্যাশন, বিউটি, ফুড ও লাইফস্টাইল—চার সেগমেন্টে রয়েছে ঋতুর সংশ্লেষ। ফ্যাশনে বিশেষ যুক্ত হয়েছে হালের ট্রেন্ড স্লিপ ড্রেস, ফিরে আসা অনুষঙ্গ নেমপ্লেট নেকলেস প্রভৃতি। বিউটিতে গ্লাস লিপের বিমোহিত রূপকৌশল, গুয়াশা ক্লিনিংয়ের আদ্যোপান্ত, হেয়ার স্লাগিংয়ের জাদু ও অন্যান্য আয়োজন। ফুডে মাছের রাজাখ্যাত ইলিশের সুস্বাদু ও দৃষ্টিনন্দন রেসিপি, শরতের খাদ্যাভ্যাসসহ নানান কিছু। লাইফস্টাইল সেগমেন্ট সেজেছে এ সময়ের জমকালো এবং ব্যতিক্রমী কিছু উৎসবের খোঁজের পাশাপাশি ধরিত্রী মাতার প্রতি সবিশেষ নিবেদন-সহযোগে।
আশা করছি, এই আয়োজন আপনাদের অন্তরে শুভ্রতার দোলা দিয়ে যাবে।
দিন ভালো কাটুক সবার।