ই-সোসাইটি I রেডিট মানি-বিট!
এ এমনই এক সোশ্যাল নিউজ প্ল্যাটফর্ম ও ফোরাম, যেখানে বিষয়বস্তু কিউরেট করা হয় সামাজিকভাবে, আর ভোটের মাধ্যমে সাইটের সদস্যদের সাহায্যে করা হয় তার প্রচার। রেডিটে সদস্য নিবন্ধন করতে কোনো টাকা লাগে না। এর ফিচারগুলো ব্যবহার করা যায় অনায়াসেই। মজার ব্যাপার হলো, কেউ চাইলে এই সাইট থেকে অর্থ উপার্জন করতে পারেন; তবে অনুসরণ করতে হবে কিছু কৌশল।
বিয়ারমানি
বিয়ারমানি সবচেয়ে জনপ্রিয় সাবরেডিটস সাইট। উপার্জন ও ব্যবসায়িক প্রসারের সম্ভাবনা থাকায় সাড়ে তিন লাখের বেশি গ্রাহকের কাছে জনপ্রিয়তা পেয়েছে এটি। এখানে উপার্জনের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে অনলাইন জরিপে অংশগ্রহণ, সংক্ষিপ্ত কাজ সম্পন্ন করা, পণ্য পর্যালোচনা লেখা প্রভৃতি। এ ধরনের সুযোগ আরও কিছু সাবরেডিট ফোরামে থাকলেও বিয়ারমানি অন্যতম সেরা হওয়ার কারণ, এটি আপনাকে নির্ভরযোগ্য পরামর্শ ও টিপস দেবে। এই ফোরামে অর্থ উপার্জনের বিভিন্ন ওয়েবসাইটের খোঁজ ও আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন আপনি।
ফরহায়ার
প্রচার দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের কাছে এই রেডিট কমিউনিটি এক মূল্যবান সম্পদ! ফোরামটি আত্মপ্রচারের অনুমতি দেবে। আপনি যদি নিজের দক্ষতা অন্য সদস্যদের কাছে প্রদর্শন করতে পারেন, কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কেননা ভালো বেতনের চাকরি খোঁজার এবং অতিরিক্ত অর্থ উপার্জনের দারুণ এক প্ল্যাটফর্ম এটি। প্রায় দেড় লাখ ব্যবহারকারীর এই সাবরেডিটে থাকা কাজের নানা সুযোগের মধ্যে রয়েছে কপিরাইটিং, ওয়েবসাইট ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক ডিজাইন প্রভৃতি। ফরহায়ারের বেশির ভাগ সুযোগই কম্পিউটার ও অনলাইন ব্যবসার সঙ্গে সম্পর্কিত। আপনি প্রযুক্তিগতভাবে সক্ষম প্রার্থী হলে তো কথাই নেই!
ওয়ার্কঅনলাইন
নাম থেকেই বোঝা যায় এটি এমন এক প্ল্যাটফর্ম, যেখানে আপনি সব ধরনের অনলাইন গিগ খুঁজে পাবেন। এই সাবরেডিটের ব্যবহারকারীর সংখ্যা এক লাখ আশি হাজারের বেশি। বিশেষ সুবিধা হচ্ছে, এখানে আপনি অনলাইন থেকে অর্থ উপার্জনের বিভিন্ন ধরনের সুযোগ শেয়ার করতে এবং তা নিয়ে আলোচনায় অংশ নিতে পারবেন। পাশাপাশি, সাইটটি অনলাইন নিয়োগ, চাকরির পোস্টিং এবং আরও অনেক ধরনের সেবা দিয়ে থাকে। যারা ফুলটাইম রিমোট কাজ খুঁজছেন, তাদের জন্য এ এক দারুণ জায়গা। এখানে কাজের সুযোগের বিস্তৃত পরিসর রয়েছে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ফ্রিল্যান্সিং পোর্টাল (যেমন ফাইভার, ফ্রিল্যান্সার, এমটার্ক প্রভৃতি), অ্যাফিলিয়েট মার্কেটিং, ফ্রিল্যান্স লেখালেখি, অনলাইনে শিক্ষকতা ইত্যাদি।
স্লেভলেবার
নাম শুনে মনে হতে পারে, এই সাবরেডিটে কাজ করে আর যা-ই হোক, ধনী হওয়া সম্ভব নয়! বলি, রেডিটে কিছুটা অতিরিক্ত অর্থোপার্জন করতে চাইলে এক লাখ ত্রিশ হাজারের বেশি ব্যবহারকারীর এই ফোরাম হতে পারে দুর্দান্ত স্পট। এই সাবরেডিট কম বেতনের কাজের একটি বিশাল পরিসর। স্লেভলেবারে কাজের সুযোগের মধ্যে রয়েছে ডেটা অ্যান্ট্রি, সিভি লেখা, বিভিন্ন সংক্ষিপ্ত ও সহজ কাজ সম্পন্ন করা ইত্যাদি। যদিও এখান থেকে অন্যান্য সাবরেডিটের তুলনায় উপার্জনের অঙ্ক কম, তবু আপনার মূল আয়কে সহযোগিতা করার জন্য তা বেশ কাজে দিতে পারে। আপনার যদি বাজার রেটের নিচে কাজ করতে আপত্তি না থাকে এবং হাতে থাকে যথেষ্ট সময়, বাড়তি কিছু টাকা কামিয়ে নিতে পারলে মন্দ কি।
লাইফস্টাইল ডেস্ক
ছবি: ইন্টারনেট