সম্পাদকীয়
বসন্তের বিদায় ও গ্রীষ্মের আগমনী লগনে বছর ঘুরে এলো পবিত্র মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম সাধনার মাস। এমন সময়ে ক্যানভাসের এই আয়োজনে যথারীতি প্রাধান্য দেওয়া হলো রমজান-সংক্রান্ত বিষয়-আশয়কে।
আমাদের এবারের থিম রং সোনালি। কভারস্টোরি সাজানো হয়েছে ফ্যাশনবিশ্বের এক ব্যতিক্রমী প্রবণতা ঘিরে। ভুল কিংবা খেয়ালি থেকেই যার সূচনা। বলছি ফলস স্টেপসের কথা। ফ্যাশন-দুনিয়া যাকে ‘ফো পা’ নামে চেনে। এ ছাড়া ফ্যাশন সেগমেন্টে রয়েছে রম-কমের জোয়ার, কমিক বা অ্যানিমে স্টাইল, চ্যাটজিটিপির প্রভাব প্রভৃতি নিয়ে আয়োজন। সবিশেষ সংযোজন—বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির হালচাল জানতে বিশেষ আড্ডা।
বিউটি সেগমেন্টে রয়েছে সময়োপযোগী সৌন্দর্যচর্চার বারতা। তাতে জায়গা পেয়েছে স্ক্যাল্পে সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজনীয়তা, নানান দেশের বাথ রিচুয়াল চর্চার সহজ ও ঘরোয়া উপায়, বারবিকোর নেইল আর্টের মাধুর্য, মনোজগতে সুগন্ধির প্রভাব এবং প্ল্যানেট পজিটিভ বিউটি ধারণার সঙ্গে বোঝাপড়াসহ নিয়মিত আয়োজনগুলো।
ফুড সেগমেন্টে প্রাধান্য পেয়েছে রমজানে খাদ্যচর্চা। বিশেষ রেসিপির পাশাপাশি রয়েছে সময়োপযোগী ডায়েট ও অন্যান্য লেখাপত্র। লাইফস্টাইল সেগমেন্টের এডিটর’স কলামে আলোকপাত করেছি আত্মশুদ্ধির ওপর। রয়েছে একসময়ের প্রার্থনামুখর অথচ বর্তমানে অনেকটাই অবহেলায় পড়ে থাকা মোগল যুগের এক মসজিদের হালহকিকত। অন্যান্য আয়োজনের পাশাপাশি জোর দেওয়া হয়েছে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর।
প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান যেন যথাযোগ্য মর্যাদায় সিয়াম সাধনা করতে পারেন, মহান আল্লাহর কাছে এই প্রার্থনা।
সবার জীবন সুস্থ ও সুন্দর কাটুক।