আজকের রাশি I ১৮ অক্টোবর
মেষ
আনন্দের আর বিষাদের মিশ্র একটি দিন কাটবে আজ।
বৃষ
সাধারণত সুদূরপ্রসারী পরিকল্পনা করেছেন, আজ কাজ শুরু করা চাই।
মিথুন
পরিস্থিতি আপনার দিকে ঝুঁকতে শুরু করবে আজ, বাহ্।
কর্কট
জটিল কোনো ইস্যুর সহজীকরণের দায়িত্ব নিজেকেই নিতে হবে আজ।
সিংহ
বেশ কিছু কাজ শেষ করতে যাচ্ছেন আজ।
কন্যা
মন সায় না দিলে নতুন কোনো কাজ শুরু না করাই ভালো।
তুলা
আপনার রসবোধের জুড়ি নেই। এরও একটা ফলাফল উপভোগ করবেন।
বৃশ্চিক
পারিবারিক কিছু সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন হয়তো।
ধনু
পুরোনো কোনো ঝামেলা মাথা চাড়া দিতে চাইবে, সাবধান।
মকর
কিছু বিষয় বেশ অস্বস্তিতে ফেলতে পারে আপনাকে।
কুম্ভ
কিছু ব্যাপার নতুনভাবে শুরু করতে চাইবেন।
মীন
কিছু ব্যাপারে সাবধানে পথ চলতে হতে পারে।