আজকের রাশি I ২৬ অক্টোবর
মেষ
কাছের কারও বিশ্বাসঘাতকতার কারণে সমস্যায় পড়ে যেতে পারেন।
বৃষ
প্রেম বিষযে মতবিরোধ সৃষ্টি হতে পারে।
মিথুন
আজ বন্ধুর সহযোগিতায় ভীষণ উপকৃত হবেন।
কর্কট
নতুন কাজে জড়িয়ে আজ আনন্দ পাবেন।
সিংহ
প্রেমের বিষয়টি আজ ভালো-মন্দের মিশেল থাকবে।
কন্যা
না ভেবে কোনো সিদ্ধান্ত নেয়া সঠিক হবে না।
তুলা
চারপাশের পরিবেশ আজ অনুকূল নাও থাকতে পারে।
বৃশ্চিক
কেউ আজ মিথ্যা বদনাম ছড়িয়ে দিতে পারে।
ধনু
পথেঘাটে আজ সাবধানে চলাফেরা করুন।
মকর
বিদেশ ভ্রমণের সম্ভাবনা তৈরি হচ্ছে আজ।
কুম্ভ
মানসিক দুশ্চিন্তা বাড়লেও পরে টেনশন কমে যাবে।
মীন
জমিজমা-সংক্রান্ত বিষয়ে ঝামেলা অনেকটাই কমে যাবে।