আজকের রাশি I ২১ নভেম্বর
মেষ
অনেক দূর এসেছেন নিজ গতিতে। খুব সতর্ক কিন্তু।
বৃষ
চুপচাপ ছিলেন অনেকটুকু সময়। মৌনতার মুখরতাটুকু অনুভব করছেন?
মিথুন
সময়মতো বাঁক নিয়েছেন। এবার শুধু সোজা রাস্তা। সন্ধান পেলেন?
কর্কট
ঘষেমেজে সাজিয়ে নিন দিনটা। এমন দিন খুবই কম আসবে।
সিংহ
দোনোমনা করছেন কেন? নিজেকেই সাহায্য করতে হবে আজ।
কন্যা
সবকিছু কি জানিয়ে করতে হয়? পরিষ্কার করুন কাজের কাঁটা।
তুলা
নির্জন মুহূর্তটিকে অন্যভাবে আবিষ্কার করতে যাচ্ছেন। ঝাঁকুনি খেতে পারেন।
বৃশ্চিক
আনন্দটা আজ ফুরোতেই চাচ্ছে না। তবে সময়টা তো শেষ হচ্ছে।
ধনু
শান্ত আর সুন্দর দিন। এক্কেবারে নো টেনশন।
মকর
সুযোগ বুঝে পা বাড়ান। আজ খানিক চিল্লাচিল্লি করতে হতে পারে।
কুম্ভ
বিস্মৃতপ্রায় কোনো ঘটনা মনে পড়তে পারে আজ। আবিষ্ট থাকবেন।
মীন
কল্পনাশক্তির গুণ আপনার আছে। আজ বহুদূর চলে যাবেন।