অ্যাডভার্টোরিয়াল I আড়ং আর্থ-এর এসেনশিয়াল অয়েল
অ্যারোমা থেরাপির প্রধান উপাদান এসেনশিয়াল অয়েল। একে অলটারনেটিভ মেডিসিনও বলা হয়। প্ল্যান্ট এক্সট্রাক্ট অর্থাৎ গাছের ফুল, পাতা, মূলের নির্যাস ব্যবহারে তৈরি হয় এই তেল। সুবাস বিলিয়ে সুস্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে এই বেনিফিট অয়েল। মন এবং শরীর—দুইকেই প্রভাবিত করার ক্ষমতা থাকার কারণে শখ নয়, প্রয়োজনে পরিণত হয়েছে।
থেরাপিউটিক বেনিফিট থাকায় শত শত বছর ধরে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের সুপরিচিত ব্র্যান্ড আড়ং-এর সাব-ব্র্যান্ড আড়ং আর্থ নিয়ে এসেছে তিন ধরনের এসেনশিয়াল অয়েল—লেমনগ্রাস, টি ট্রি এবং ল্যাভেন্ডার।
তিনটি সুগন্ধেই আছে উপকারিতা। এসেনশিয়াল অয়েল বাজারজাতের মাধ্যমে আড়ং ক্রেতাদের মানসিক ও শারীরিক সুস্বাস্থ্য রক্ষার সন্ধি স্থাপন করেছে।
লেমনগ্রাস এসেনশিয়াল অয়েল
লেমনগ্রাস গাছের পাতা এবং ডালপালার নির্যাস থেকে তৈরি হয় লেমনগ্রাস অয়েল। এটি মানসিক চাপ, দুশ্চিন্তা ও বিষণ্নতা দূর করতে সাহায্য করে। একই সঙ্গে অ্যারোমা থেরাপির জন্য কার্যকর।
টি ট্রি এসেনশিয়াল অয়েল
টি ট্রি অয়েলে রয়েছে জীবাণুর বিরুদ্ধে লড়াই করার গুণাগুণ। যা ছত্রাকজনিত সমস্যা দূরীকরণে, সংক্রমণ প্রতিরোধে এবং ত্বকের সমস্যা সমাধানে বিশেষভাবে কার্যকর।
ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল
ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলে রয়েছে একাধিক গুণাগুণ; যা স্নায়ুকে শান্ত করে, ব্যথা কমায় এবং চাপ কমাতে সাহায্য করে।
জেনে নেওয়া যাক এসেনশিয়াল অয়েলের নানা ব্যবহার।
ব্যবহার
যেকোনো ক্যারিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করা যেতে পারে এসেনশিয়াল অয়েল। স্নানের পানিতে কয়েক ফোঁটা মিশিয়ে নেওয়া যেতে পারে। সরাসরি ইনহেল করতে চাইলে রুমাল কিংবা টিস্যুতে দু-এক ফোঁটা নিয়েই চলবে। অ্যারোমা থেরাপির জন্য ডিফিউজারে ব্যবহার করা যাবে। সাবধানতা অবলম্বন করতে হবে চোখের কাছাকাছি ব্যবহারের ক্ষেত্রে।
মাসাজ
যেকোনো ক্যারিয়ার অয়েলের সঙ্গে ২-৩ ফোঁটা মিশিয়ে বডি মাসাজে ব্যবহার করা যেতে পারে।
স্নান
বাথটাবে স্নান করলে ৪-৫ ফোঁটা আর বালতিতে পানি নিয়ে সেখানে ২-৩ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে হবে। শুষ্ক ধরনের ত্বক হলে এক টেবিল চামচ ভেজিটেবল অয়েল যোগ করতে পারেন।
ডিফিউজার
ডিফিউজার বোলের এক-তৃতীয়াংশ পানি ভর্তি করে ৪-৫ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিলেই ব্যস! ল্যাভেন্ডার এবং লেমনগ্রাস অয়েল ডিফিউজারে ব্যবহারের জন্য জনপ্রিয়।
ব্রণের চিকিৎসায়
আধা কাপ পানিতে ৪-৫ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে তুলার প্যাডের সাহায্যে প্রতিদিন একবার মুখে বুলিয়ে নিতে পারেন। এ ক্ষেত্রে টি ট্রি অয়েল অধিকতর কার্যকর।
খুশকি থেকে মুক্তি
শ্যাম্পুর সঙ্গে অল্প পরিমাণে এসেনশিয়াল অয়েল মিশিয়ে সরাসরি চুলে ব্যবহার করে ধুয়ে নিলে খুশকি দূর করতে ভূমিকা রাখবে। মাথার ত্বক ও চুল হবে পরিষ্কার।
কাটা-ছেঁড়ায় কার্যকরী
দেহের কোথাও অল্প কেটে গেলে সেখানে সরাসরি ব্যবহার করা যেতে পারে এসেনশিয়াল অয়েল। জীবাণুর সংক্রমণ কমাতে এবং প্রদাহ কমিয়ে আনতে এসেনশিয়াল অয়েল ভূমিকা রাখতে পারে।
আড়ং আর্থ-এর ব্যানারে ১০ মিলি টি ট্রি এসেনশিয়াল অয়েল, লেমনগ্রাস এসেনশিয়াল অয়েল ও ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের মূল্য প্রতিটি ৩৫০ টাকা। একটি বিষয় মনে রাখা জরুরি, এই এসেনশিয়াল অয়েল শুধু বাহ্যিক ব্যবহারের জন্য। চোখের আশপাশের ত্বকে ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা আবশ্যক।
বিউটি ডেস্ক
ছবি: আড়ং আর্থ-এর সৌজন্যে