আজকের রাশি I ১২ ডিসেম্বর
মেষ
আবদার মেটাতে মেটাতে দিন পার হয়ে যাবে আজ, ভালোই কাটবে সব মিলিয়ে।
বৃষ
তটস্থ ভাবটা কেটে যাবে, আত্মবিশ্বাস ফিরে পাবেন।
মিথুন
হেঁয়ালিপনায় বিরক্ত হবেন না, নতুবা বড় কিছু হারাবেন।
কর্কট
আশা পূর্ণ হবার দিন, আর কী লাগে!
সিংহ
কোনো কিছুর পুনরাবৃত্তি বিরক্তির কারণ হতে পারে।
কন্যা
মুখরিত একটি দিন কাটাতে যাচ্ছেন, বেশ ভালো কাটবে।
তুলা
মিলে যাবে আজ অনেক কিছুই, অদ্ভুতভাবে।
বৃশ্চিক
কেউ ফাঁসাতে চাইছে? সাবধান!
ধনু
ঝামেলা মোছার সুযোগ পাবেন, মুছে ফেলুন।
মকর
বেশ ক্লান্ত হয়তো, অপ্রত্যাশিত প্রাপ্তিতে তা কেটে যাবে ঝট করেই।
কুম্ভ
বেশ ধকল যাবে, মিষ্টি ফল পাবেন।
মীন
ভালো-মন্দের একটি দিন, ভালোটাই বেশি।