আজকের রাশি I ৫ ফেব্রুয়ারি
মেষ
শক্ত হোন। আপনাকেই হাল ধরতে হবে।
বৃষ
দূরদর্শিতার পরিচয় দিতে হবে আজ। সময় নিন।
মিথুন
আলস্যকে আজ আড়ি দিন। অনেক কাজ যে!
কর্কট
ফিরে আসার দিন। প্রিয়জনকে আর অপেক্ষায় রাখবেন না।
সিংহ
কিছু প্রাপ্তি আছে, আছে কিছু অপ্রাপ্তি।
কন্যা
কেউ আঘাত করার পরিকল্পনা করছে। সাবধান।
তুলা
দিনটা স্মরণীয় হয়ে উঠবে আপনারই কোনো দারুণ সিদ্ধান্তের ফলে।
বৃশ্চিক
ফাটল ধরাতে চাইবে কেউ। সাবধান!
ধনু
ঝড় আসছে। আপনি দুর্বল হবেন না যেন।
মকর
মনটা খুলে দিন। আলো আসছে!
কুম্ভ
একটু মাস্তি করুন আজ। এটাও কাজের অংশ।
মীন
দায়িত্ব সচেতনতার জন্য বাহবা পাবেন।