আজকের রাশি I ৯ ফেব্রুয়ারি
মেষ
অনিশ্চয়তাটুকু কেটে যাবে। স্বস্তির দিন।
বৃষ
আশাবাদী হওয়ার এক শটা কারণ খুঁজে পাবেন আজ। আমোদে থাকুন।
মিথুন
সময়ের কাজটা সময়ে না করলে একটু তো পস্তাতেই হবে। সেটাই হয়তো হচ্ছে আজ।
কর্কট
সামাজিক কাজেই ব্যস্ততা বাড়বে আজ।
সিংহ
কোনো একটা ব্যাপারের সঙ্গে একেবারে এঁটে যাবেন। এর দরকারও আছে।
কন্যা
বুক দুরুদুরু করলেও কথাটা বলে ফেলুন। নিজেরা নিজেরাই তো।
তুলা
লুকোনোর জায়গা খুঁজছেন কেন? এটা কি কোনো সমাধান?
বৃশ্চিক
গম্ভীর দিনটা আনন্দে জ্বলজ্বল করবে কেন, বলুন তো?
ধনু
ঠোকর খেতে পারেন আজ। সাবধান!
মকর
চোখে নতুন কিছু ঠেকবে। কিছু বুঝতে পারছেন না কেন?
কুম্ভ
আপনার অসতর্ক মুহূর্তের অপেক্ষায় আছে কেউ। সুযোগ দেবেন না মোটেও।
মীন
অদ্ভুত সুন্দর দিন। মনে হবে যেন ঘণ্টা না পেরোতেই দিন শেষ!