আজকের রাশি I ১১ ফেব্রুয়ারি
মেষ
ভিন্নধর্মী কোনো ঝামেলা দারুণভাবে সামলাবেন আজ। আত্মবিশ্বাসের পারদ তুঙ্গে থাকবে।
বৃষ
আগডুম বাগডুম কিছু একটা বোঝাতে চাইবে কেউ। আপনি কেন তা মানবেন?
মিথুন
উড়ু উড়ু ভাইরাসে আক্রান্ত হবেন আজ। থাকবে কয়েক দিন।
কর্কট
নিজের উপর কি খানিক বিরক্ত? আজ তা কাটছে।
সিংহ
বহুল প্রতীক্ষিত কোনো কিছুর দেখা পাবেন। লাগছে কেমন?
কন্যা
বিহ্বল হয়ে আছেন যে? দ্রুত কাজে মনোনিবেশ করুন।
তুলা
প্রতীকী কোনো কিছু স্পষ্ট হবে আজ। বলুন এবার কী করবেন?
বৃশ্চিক
নিঝুম নিরালায় নিজেকে খুঁজে পাবেন আজ। কোথায় ছিলেন এদ্দিন?
ধনু
বিপত্তির তীব্রতা সাহস নিয়েই সামলাবেন আজ। দিন শেষে আপনাকে বলতেই হবে- ওয়েল ডান।
মকর
পাশার দান উল্টে যাবে আজ, যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকুন।
কুম্ভ
টাটকা কিছু সুখবর পাবেন। উপভোগটাও করুন আজ গরম গরম।
মীন
আলোচনা, সমালোচনা ও পর্যালোচনার তুবড়ি ছুটবে আজ। সামলান!