skip to Main Content

সম্পাদকীয়

ষড়ঋতুর দেশে এলো বর্ষা মৌসুম। প্রকৃতিতে মিষ্টি-মধুর রিনিঝিনি। পত্রপল্লবে সতেজতার প্রাণোচ্ছ্বাস। এমন ক্ষণে ক্যানভাস সেজেছে বৃষ্টির স্নিগ্ধতা সঙ্গী করে।
বর্ষাদিনে মুখরোচক গরম খাবারের ঘ্রাণ বিমোহিত করে ভোজনরসিকদের। ঋতু উপযোগী বিচিত্র পদের ঘটে সমাহার। কিন্তু খাদ্য বস্তুত গোগ্রাসে গিলে ফেলা নয়, বরং যথাযথ মনোযোগ দিয়ে উপভোগের দাবি রাখে; যাকে বলে মাইন্ডফুল ইটিং। সরল বাংলায় বলা যেতে পারে মননশীল খাদ্যাভ্যাস। বিষয়টি অনেকের কাছে গুরুত্ব পায় না; অথচ এর প্রভাব অনস্বীকার্য। একে ঘিরেই এবারের কভারস্টোরি। ফুড সেগমেন্টে আরও রয়েছে বৃষ্টিমুখর দিনের পাঁচটি অনন্য নাশতার রন্ধনকৌশল, এ সময়ের সুষম আহার ঘিরে বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ, অনেকেরই প্রিয় পদ খিচুড়ির ইতিহাস ও প্রভাব সন্ধান প্রভৃতি।
ফ্যাশন সেগমেন্টে রয়েছে বিশেষ পোর্টফোলিও, বৃষ্টিরোধী পোশাক ও অনুষঙ্গের তত্ত্বতালাশ, দিনের চারটি নির্দিষ্ট সময়ের বার্তাবাহী চার বর্ষাস্নাত লুক, বৃষ্টিবন্দনার বিভিন্ন দিকের হাজিরাসহ নিয়মিত বিভাগগুলো।
অনেকের হয়তো জানা নেই, আবার জানলেও পাত্তা দিতে চান না যে, বৃষ্টির পানি ত্বকের জন্য শুধু উপকার নয়, ক্ষতিও বয়ে আনতে পারে। ঝরো ঝরো বাদলধারার এই ঋতুতে, তুমুল বর্ষণে কাকভেজা হয়ে গেলে ত্বকযত্বে কী করা চাই; সে বিষয়ে আলোকপাত করা হলো বিউটি সেগমেন্টে। এই সেগমেন্টে আরও রয়েছে নখে আর্দ্রতার প্রভাব, মনসুন মাস্ক, নেতিয়ে পড়া চুলে প্রাণসঞ্চারের উপায় অনুসন্ধান, চিবুকের ব্রণরোধে করণীয় ইত্যাদি ঘিরে বেশ কিছু বিশেষ আয়োজন।
বৃষ্টি শুধু আক্ষরিক অর্থেই নয়, রূপকার্থেও মানবজীবনে অর্থবহ। চেনা-জানা কেউ কোনো কারণে জীবনযুদ্ধে পিছিয়ে পড়লে সাধ্যমতো তার পাশে দাঁড়ানোর বার্তাবাহী। এটি ঘিরে এবারের এডিটর’স কলাম। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে উদীয়মান তারকার একান্ত জীবনের গল্প, দীর্ঘ ২৩ ঘণ্টার অস্ত্রোপচারে মানবদেহে হৃৎপিণ্ড প্রতিস্থাপনে সাফল্যের যুগান্তকারী মুহূর্তের সাক্ষ্য হয়ে ওঠা আলোকচিত্রের বিশ্লেষণ, বৃষ্টির দিনে নিজের ঘরে শরীরচর্চার বিশেষজ্ঞ দিকনির্দেশনা, তুমুল বর্ষণে প্রকৃতির অপরূপ সান্নিধ্যঘেরা ভ্রমণরচনা, প্রকৃতি সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান প্রভৃতি বিষয়ের উপস্থাপনা।
বর্ষণমুখর দিনরাত্রি ভালো কাটুক সবার। বৃষ্টি উপভোগ করুন। নিরাপদে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top