আজকের রাশি I ৭ অক্টোবর
মেষ
ঠান্ডা লাগা থেকে নিজেকে সুরক্ষিত রাখুন।
বৃষ
ধীরে ধীরে দানা বাঁধা কোনো ঝামেলা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
মিথুন
ব্যবসায়িক দিকটা আজ ভালো যাবে।
কর্কট
কোনো কিছু মূল্যায়নের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির নাটকীয় পরিবর্তন আসবে।
সিংহ
যোগাযোগে বেশ সক্রিয় হয়ে উঠবেন আজ। এটাই কি মোটিভেশন?
কন্যা
ক্ষুব্ধ হতে পারেন কোনো কারণে। মেজাজের পারদটা নিচে নামান।
তুলা
অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
বৃশ্চিক
অনুশাসনের সুফল বুঝতে পারবেন আজ।
ধনু
সীমাবদ্ধতাকে জয় করার দিন। দারুণ আনন্দ যে আজ!
মকর
চলার পথে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করুন।
কুম্ভ
আপনার হৃদয়ের গভীরতা আজ সে টের পাবে। হৃদয়ের নাচন বাড়বে।
মীন
আপনার অসতর্কতার সুযোগ নিতে পারে কেউ। খুব খেয়াল কিন্তু।