আজকের রাশি I ৯ অক্টোবর
মেষ
ঝাপসা কোনো ব্যাপার পরিষ্কার হবে আজ। আবেগটাও ভর করতে পারে।
বৃষ
সহ্য শক্তির পরীক্ষা অনেক দিয়েছেন। আজ কিন্তু ফল পাওয়ার দিন।
মিথুন
স্বজনের গৌরবে আলোকিত হবেন আজ।সঙ্গে প্রাপ্তিও।
কর্কট
ব্যবসায় আজ বাড়তি বিনিয়োগ ফলপ্রদ নয়।
সিংহ
একপশলা বিতর্ক সামলাতে হবে আজ। তা পারতে হবে অবশ্যই।
কন্যা
অতি চঞ্চলতায় আজ অগ্রগতি ব্যাহত হতে পারে।
তুলা
কোনো মীমাংসিত বিষয়ে আবারও ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। কৌশলী হোন।
বৃশ্চিক
স্বাস্থ্যের দিকে আজ বাড়তি নজর দিতে হবে কিন্তু।
ধনু
হতে হতেও না হওয়ার বেদনা পোড়াবে হয়তো। ভেঙে পড়বেন না।
মকর
খুব জরুরির চেয়েও জরুরি কিছু করতে যাচ্ছেন আজ। শুভকামনা।
কুম্ভ
শেষ হয়েও হলো না শেষ টাইপের কিছু একটায় আচ্ছন্ন হতে পারেন।
মীন
আজ মাথাটা ঠান্ডা রাখা চাই। কারণ পেছনে কেউ কূটচালে জড়াতে পারে।