আজকের রাশি I ২২ অক্টোবর
মেষ
কোনো ব্যতিক্রমী ইস্যুতে আশাতীত সাফল্য পাবেন আজ। চিন্তার খোরাক জুটবে অনেক।
বৃষ
অনেক কিছু পাল্টাতেও হবে আজ। ব্যাপারগুলো ইতিবাচক।
মিথুন
যুক্তি আর আবেগের দোলাচল চলবে গোটা দিনজুড়ে। সেরা সিদ্ধান্তই নিতে যাচ্ছেন।
কর্কট
আজকের দিনটা স্বপ্নের মতো কাটবে, বাহ্।
সিংহ
কারও হেঁয়ালিপনায় গুরুত্বপূর্ণ সময়টুকু নষ্ট হবার সম্ভাবনা রয়েছে, সাবধান।
কন্যা
কারও অবহেলায় ব্যথিত হবার সম্ভাবনা রয়েছে আজ। ভেঙে পড়বেন না।
তুলা
আজ মন ভোলানো কিছু সময় কাটাতে যাচ্ছেন।
বৃশ্চিক
অভিজ্ঞতার জোরে আজ বড় বাঁচা বেঁচে যাবেন।
ধনু
সযতনে কিছু কাজ সারতে হবে আজ। সময় নিয়ে করুন।
মকর
অস্বাভাবিক কিছু একটা ঘটতে যাচ্ছে আজ। ঘাবড়াবেন না, ব্যাপারটা আনন্দের।
কুম্ভ
আজকের দিনটা অনেক কিছু শিক্ষা দেবে, সামনে তা কাজে লাগবে বেশ।
মীন
মান-অভিমানের পালা আজ জমবে বেশ। শেষতক মধুর কিছুই হতে যাচ্ছে।