ফিচার I নিটওয়্যারে নতুনত্ব
রানওয়ে কাঁপিয়ে, রেড কার্পেট মাড়িয়ে শহরের রাস্তায়—সর্বত্রই এই স্টেটমেন্ট পিস ছড়াচ্ছে উষ্ণতা। কোনোটা ইনফ্লুয়েন্সার ইন্সপায়ারড তো কোনোটায় ফুল-অন ভিনটেজ ভাইব। উইন্টার মুড বোর্ডে মাস্ট হ্যাভ কোনগুলো; জানাচ্ছেন বিদিশা শরাফ
নিটওয়্যার। বহির্বিশ্বের সীমা ছাড়িয়ে ভিন্টেজ এই ফ্যাশন জায়গা করে নিয়েছে দেশীয় ওয়্যারড্রোবে। দেখতে কুল-শিক লাগে শুধু সে জন্য নয়, বরং এগুলো সব সময় ট্রেন্ডি আর হ্যান্ডি।
সুতার ফাইবার বা থ্রেড বুনে দিয়ে তৈরি পোশাকই আসলে নিটওয়্যার। বুনন কৌশলের ভিন্নতার জন্যই অনন্য হয়ে ওঠে। আরামদায়কতার সঙ্গে সঙ্গে গায়ে উষ্ণতা সৃষ্টি করে বলে শীতের মৌসুমে এর চাহিদা থাকে বেশি।
বিশ্বজুড়ে সমাদৃত কেন
শীত মানেই ফ্যাশনে নতুনত্বের খেলা। নিটওয়্যারের ভিন্নতা এতে যোগ করে বাড়তি মাত্রা। সাধারণত তুলা, উল, কাশ্মীরি, সিনথেটিক ফাইবার ইত্যাদি দিয়ে তৈরি হয় এগুলো। স্ট্রেচি হওয়ায় একে ভিন্ন ভিন্নভাবে স্টাইলিং করা যায়। সোয়েটার, কার্ডিগান, পুলওভার, ড্রেস, স্কার্ট এবং বিভিন্ন রকমের ফাংকি পোশাক বানানো সম্ভব বলে ডিজাইনাররা শীতের সময় নিটওয়্যার বেশি ব্যবহার করেন। তারকাদেরও দারুণ পছন্দ এগুলো। বলিউডের দীপিকা পাড়ুকোনের গ্ল্যামারাস এয়ারপোর্ট লুক কিংবা হলিউডের ব্লেইক লাইভলির গ্রোসারি শপিংয়ে ফ্যাশন এলিমেন্ট হিসেবে নিটওয়্যারের উপস্থিতি সে বার্তাই দেয়।
ভিন্টেজ এই স্টাইলিং যুগের পর যুগ ফ্যাশন ইন্ডাস্ট্রি মাতালেও এবারকার শীতে কীভাবে ভ্যালু অ্যান্ড করতে পারে লুকে, তা জানা থাকা চাই।
রিচ কালার প্যালেট
শীত শীত আবহাওয়া প্রকৃতির রং কেড়ে নিলেও ফ্যাশনে তা পুষিয়ে নিতে ওয়্যারড্রোবে থাকা চাই ভাইব্র্যান্ট কালার প্যালেটের পোশাক। হলুদাভ, সোনালি, সবুজ, গোলাপি বা বাদামি রঙের নিটওয়্যার এ ক্ষেত্রে চমৎকার বিকল্প হতে পারে। পোশাক-আশাকে একটা বিলাসী ভাব জুড়ে দিতে কিন্তু ফ্যাশনে এমন ভিন্নতা আনা যেতেই পারে।
ক্যাবল নিটওয়্যার
পঞ্চাশের দশক হোক কিংবা ২০২৪ নকশায়—ক্যাবল নিটওয়্যার সব সময় ট্রেন্ডি। ক্ল্যাসিক এই ওয়্যারড্রোব স্টেপলের ভিন্নতা চোখে পড়েছে এ সিজনেও। হেভি ডার্ক ক্যাবল যেমন নজর কাড়বে, তেমনি সোয়েটারেও দেখা যাবে সেমি ক্যাবলের নকশা। লেয়ারিংয়েও চোখে পড়বে ক্যাবলের ভিন্নতা।
ব্রেটন স্ট্রাইপস
ফ্যাশন গেমকে তৎক্ষণাৎ আপগ্রেড করতে সক্ষম এই স্ট্রাইপ। তাই এত কাল পেরিয়েও এই সিগনেচার স্টাইলের পুরোনো হওয়ার আশঙ্কা তেমন নেই বললেই চলে। ইউনিসেক্স ওয়্যারড্রোব এলিমেন্ট হিসেবে চমৎকার এই নকশা।
ভিন্টেজ নিটওয়্যার
পুরোনো ফ্যাশন গেম থেকে যতটা সম্ভব শিখনী হাসিল করে যদি হালের ক্রেজে নতুনভাবে নিজেকে প্রকাশ করা যায়, তবে ক্ষতি কী। ভিন্টেজ নিটওয়্যারের পুরোটাই আসলে আগেকার দিনকে আগলে রেখে নতুন করে উপস্থাপন। মায়েরা যেভাবে বছরের পর বছর শীতের বসনকে সযত্নে রাখেন, ঠিক তেমনি। ভিন্টেজ নিটওয়্যার কখনো পুরোনো হয় না বলেই একে রিসাইকেল করা যায়, পরা যায় বারবার; হাত বদলও সম্ভব নিশ্চিন্তে।
গ্রে নিটওয়্যার
ক্ল্যাসিক কিন্তু ক্ল্যাসি লুক যাদের পছন্দ, তাদের জন্য। স্টাইলিংয়ে অভিজাত্যের ছোঁয়া মেলে এর সঙ্গে পেয়ার-আপে। ফ্যাশন বোদ্ধাদের মত, এটি আসলে একটি লাইফস্টাইল। যেভাবেই স্টাইলিং সারা হোক না কেন, ভুল হওয়ার অবকাশ ক্ষীণ। তাই ফ্যাশন গেম ফুল অন রাখতে চাইলে গ্রে নিটওয়্যার ওয়ারড্রোবে থাকা আবশ্যক।
নিটেড ভেস্ট
ক্যাবল নিট, ভি নেক, বাটন নেক বা ক্রু নেক—নিটেড ভেস্ট হতে পারে যেকোনো স্টাইলে। মেনজ ওয়ারড্রোবে সিভলেস ভেস্ট, ভেস্টের ধরন যত বেশি; স্টাইলিং ততই পাওয়ারফুল। লুকে ভিন্নতার জন্য নিটেড ভেস্টের চাহিদা তাই সবচেয়ে বেশি।
কার্ডিগান
শেপ, স্টাইল, কাটের ভিন্নতা কার্ডিগানে এনে দেয় অনন্যতা। যেকোনো আউটফিটের সঙ্গে লেয়ার করে পরা যায় বলে এটি সব সময় মানানসই। শীতের মৌসুমে কার্ডিগান যেন সবার বন্ধু। হাতের কাছে শীতের কোন পোশাক থাকেই, এই জরিপ করতে গেলে উত্তরে বেশি ভোট মিলবে—কার্ডিগান।
বাটন নিটওয়্যার
ছোট্ট কয়েকটা বাটনও কিন্তু স্টাইলিংকে করতে পারে অসাধারণ। সেকেলে বলে তাচ্ছিল্য করার উপায় নেই। বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউসগুলোতে সাজানো বিভিন্ন বয়সী মেনিকিনের গায়ে জড়ানো বাটন নিটওয়্যারগুলোই তার প্রমাণ।
মডেল: ইলা ও ইকরা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: রাইজ ও ব্লুচিজ
ছবি: কৌশিক ইকবাল