ফোকাস I প্রাণ জোগাবে পেট্রোলিয়াম
শীতের সুস্পষ্টতা ফুটে উঠছে চেহারায়। সমাধান কী? যা ত্বককে আগলে রাখবে সুরক্ষা দেয়ালে। মুখ, হাত-পা এমনকি চুল পরিচর্যায়ও এর জুড়ি নেই
বিভিন্ন ধরনের মিনারেল অয়েল আর ওয়াক্সের সংমিশ্রণে তৈরি সেমিসলিড জেলির মতো এই প্রসাধনের প্রলেপ শীতের সুরক্ষাকবচ হিসেবে দারুণ। এর ব্যবহারে ত্বকের আর্দ্রতা হারানোর পথটাই বন্ধ হয়ে যায়। ফলে তা আটকে যায় ত্বকে। হয়ে ওঠে পেলব, তুলতুলে। তবে ভালো ব্র্যান্ডের পেট্রোলিয়াম জেলি বাছাইয়ের পরামর্শ থাকল। কারণ, এগুলো তৈরি হয় অ্যান্টি-ক্র্যাকিং এজেন্টে। যা ঠোঁট, কনুই, হাঁটু, গোড়ালিসহ শরীরের বিভিন্ন অংশের ফাটা ভাব রোধে কার্যকর। সঙ্গে যদি জোজোবা অয়েলের মতো ত্বকবান্ধব এসেনশিয়াল অয়েলের যোগ থাকে, তাহলে তো কথাই নেই। জোজোবা অয়েলে থাকা ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড ত্বকের স্থিতিস্থাপকতা পুনরুদ্ধার করে। ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে, পুষ্টি জোগায় এবং ডার্ক সার্কেল কমায়। বলিরেখা, ব্রণের দাগ সারাতেও এই তেল কার্যকরী। পাশাপাশি এর নির্যাস ত্বককে করে আরও কোমল ও মসৃণ। ফলে জোজোবা অয়েল যুক্ত এ ধরনের পেট্রোলিয়াম জেলি শুষ্কতা সারায় শতভাগ। শীতজুড়ে সুরক্ষিত থাকে ত্বক। থাকে সুন্দর।
ঠোঁট
শীতের উৎপাত সবচেয়ে বেশি ঠোঁটে। এটি ঠেকাতে পেট্রোলিয়াম জেলিই ভরসা। রাতে ঘুমানোর আগে বুলিয়ে নিলে পরের সকালেই দৃশ্যমান হবে কোমলতা। মরা চামড়া তুলতেও অসাধারণ। আর ম্যাট লিপস্টিকের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে সহজেই তৈরি হয় লিপ গ্লস। একদম শীতের উপযোগী করে।
চোখ
প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে পেট্রোলিয়াম জেলি ব্যবহারের অভ্যাস করা গেলে ভালো। এটি রিংকেল এড়ানোর নিশ্চয়তা দেবে। চোখের মেকআপ তুলতে ক্লিনজার হিসেবেও এটি ব্যবহার করা যায়। পার্শ্বপ্রতিক্রিয়া নেই। যারা ভ্রু প্লাক করলে ব্যথা পান, তারা পারলারে যাওয়ার আগে আইব্রাওতে একটুখানি পেট্রোলিয়াম জেলি বুলিয়ে নিন। ব্যথা অনেকাংশে কম হবে।
ত্বক
শীতে মুখ ধোয়ার পর ত্বক টানটান অনুভূত হয়। অস্বস্তিকর বটে। এ থেকে সহজে মুক্তি পেতে মুখ ধোয়ার পর ত্বক যখন হালকা ভেজা অবস্থায় থাকে, তখন একটু পেট্রোলিয়াম জেলি দিয়ে ম্যাসাজ দারুণ সমাধান। এতে পানিটুকু ত্বকে রয়ে যাবে, যা ময়শ্চারাইজার হিসেবে কাজ করার পাশাপাশি দেবে উজ্জ্বল সতেজতা। ত্বক বেশি শুষ্ক হলে এর সঙ্গে কিছুটা লবণ মিশিয়ে স্ক্রাব তৈরি করে নেওয়া যেতে পারে। যার ব্যবহারে রক্তসঞ্চালন বেড়ে যায়। ফলে মুখশ্রী হয়ে ওঠে আভাময়। শুষ্কতা ও বিবর্ণতা রোধ করা ছাড়াও পেট্রোলিয়াম জেলি অ্যান্টি-এজিং প্রোডাক্ট হিসেবেও কাজ করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে মেকআপ রিমুভার এবং নাইটক্রিম হিসেবে নিয়মিত এটি ব্যবহার করা যায়। শীত, গ্রীষ্ম—যেকোনো সময়।
হাত-পা
শীতে পা ফাটা রোধের সেরা দাওয়াই পেট্রোলিয়াম জেলি। যাদের পা বেশি ফাটে, তারা শীত আসার আগে থেকেই এটি ব্যবহারের অভ্যাস করুন। কোমল মসৃণ হাত ও পায়ের জন্য রাতে ঘুমানোর আগে পেট্রোলিয়াম জেলি দিন। মেখে মোজা পরে নিশ্চিন্তে ঘুমান। পরিবর্তনটুকু সকালেই দেখা যাবে। ওয়াক্সিংয়ের পর পানির সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে প্রয়োগ করা যেতে পারে। মোলায়েম ত্বকের জন্য।