skip to Main Content

মনোজাল I মেকআপ মেডিটেশন

সাজের সামগ্রী ব্যবহারে মনকে তৃপ্ত করে তোলার আনকোরা আয়োজন। সঠিক কৌশল তো জানতেই হবে

মেকআপ কী অথবা সেটি আসলে কোন কাজ করে? উত্তরটি সব সময় খুব সহজ। বেশির ভাগ ক্ষেত্রে একই রকম। সবাই বলবে, মেকআপ সুন্দর দেখাতে সাহায্য করে। এর মধ্যে কোনো মিথ্যা নেই, উত্তরটাও সঠিক; তবে খানিকটা জটিলতা আছে! সেই জটিলতা বোঝার জন্য একটু গভীরভাবে চিন্তা করা চাই। চিন্তা যত গভীর হবে, ততই বোঝা যাবে, ব্যাপারটি আসলে এত সরল নয়।
মেকআপ কেন করা হয়? এই প্রশ্ন অনেকের কাছে করে দেখা গেছে, তাদের সবার উত্তর ঠিক একইভাবে ভিন্ন হয়। যেমন কাউকে বলতে শোনা যায়, একটি নির্দিষ্ট লুক ক্রিয়েট করার পাশাপাশি একটি নির্দিষ্ট মেজাজ তৈরির জন্য। আবার কারও উত্তরে জানা যায় নিজেকে নিজের কাছে শক্তিশালী এবং কমান্ডিং অনুভব করার প্রয়োজন থেকে মেকআপের সাহায্য নিয়ে থাকেন। তেমনি সতেজ বোধ করার জন্য কিংবা অন্যের কাছে নিজের চেহারা নান্দনিক করে তুলতে এবং নিজের খুঁতগুলো ঢাকাসহ অন্যান্য কারণের কথা বলতেও শোনা যায় অনেককে।
খেয়াল করলে দেখা যাবে, উত্তরগুলো ঠিক এক নয়; আবার কোথায় যেন একটা মিলও আছে। গবেষকেরা সেখান থেকে সংক্ষিপ্ত করে ব্যাপারটি ব্যাখ্যা করেছেন এভাবে, বেশির ভাগ মানুষ প্রকৃতপক্ষে নিজের অসম্পূর্ণতা লুকানোর একটি হাতিয়ার হিসেবে মেকআপ ব্যবহার করে থাকেন। যার কল্যাণে ব্যবহারকারী সম্পূর্ণ হয়ে ওঠেন আর স্বাভাবিকভাবে ভেতর থেকে আত্মবিশ্বাস লাভ করেন। এটি নারীর কাছে এমন এক আত্মপ্রকাশ ও স্বযত্নের ফর্ম, যা নির্দ্বিধায় মনের আনন্দে ব্যবহার করা যায়। অনেকটা মেডিটেশনের মতো, যা একই সঙ্গে মন-মেজাজ-শরীর—তিনটিকেই তৃপ্ত করে। বিখ্যাত সেলিব্রিটিদেরও একই অভিমত প্রকাশ করতে শোনা যায়। এখন অনেকে মেকআপকে শুধু সুন্দর হয়ে ওঠার উপায় হিসেবে দেখেন না, বরং সুস্থতা ও স্বযত্ন রুটিনের একটি অংশ হিসেবে গণ্য করেন। অনেকের মতে, নারীর মানসিক সুস্থতার জন্য মেকআপ অপরিহার্য। এমন একটি প্রক্রিয়া, যা অভ্যন্তরীণ আনন্দ ও শক্তি একই সঙ্গে প্রদান করে।
সৌন্দর্যবিশেষজ্ঞদের মতে, মেকআপ মনে আত্মবিশ্বাস বাড়ায়। সেলফকেয়ারের সবচেয়ে বড় মাধ্যমও এটি। নিজের সম্পর্কে ভালো অনুভব করা স্বযত্নের সবচেয়ে বড় লক্ষ্য। আর সে কাজই করে মেকআপ। একজন ব্যক্তি নিজেকে কীভাবে দেখে, তার আমূল পরিবর্তন ঘটাতে পারে। মেকআপের পর নিজেকে আয়নায় দেখে যে আত্মবিশ্বাস জন্ম নেয়, তার তুলনা নেই। চেহারা বা শরীরে খুঁত নিয়ে দ্বিধায় ভোগা মন মেকআপের কল্যাণে ফুরফুরে হয়ে ওঠে। আর তাই একবার এর স্বাদ কেউ পেয়ে গেলে তার পক্ষে এটি ছাড়া সম্ভব হয় না!
লেডি গাগার মতো বিশ্বনন্দিত আইকনের জন্যও ব্যাপারটি সত্যি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন, কীভাবে মেকআপ তার আত্মবিশ্বাসের রসদ জোগায়। অভ্যন্তরীণ ও বাহ্যিক—দুভাবেই এটি তার স্বযত্ন রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। তার স্পষ্ট স্বীকারোক্তি, ‘মেকআপ আমাকে বাড়তি আত্মবিশ্বাস দেয়।’
অস্বীকার করার উপায় নেই, মুখের সামগ্রিক ক্যানভাসে ‘অসম্পূর্ণতা’ ঢাকার একটি অস্ত্র হিসেবে মেকআপের ব্যবহার ক্রমবর্ধমান। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি—সবাই সেই এক কাতারে দাঁড়িয়ে। আজকাল মানুষ মেকআপের মাধ্যমে তাদের মেজাজ ও ব্যক্তিত্ব প্রকাশেরও চেষ্টা করছেন। আর সে সুযোগ লুফে নিয়ে বিউটি ব্র্যান্ডগুলো সব ধরনের টোন, প্রকার, পছন্দ অনুযায়ী মেল-ফিমেল ক্যাটাগরিতে বিস্তৃত পণ্যের বাজার সৃষ্টি করে যাচ্ছে।
এমনকি এ-ও বলা হচ্ছে, মেকআপ মননশীলতার খুঁটি হিসেবেও কাজ করতে পারে। কীভাবে? তবে তার আগে জেনে নিতে হবে মননশীলতা কী? এটি হলো একরকম জ্ঞানীয় দক্ষতা, যা সাধারণত ধ্যানের মাধ্যমে বিকশিত হয়। এমন একটি কঠিন কাজ মেকআপের মাধ্যমে সম্ভব হতে পারে, যদি বাইরে বের হওয়ার আগে রুটিনে পরিবর্তন আনা যায়। তার জন্য প্রয়োজন তাড়াহুড়ার পরিবর্তে কিছুটা বাড়তি সময় বিনিয়োগ। গবেষকেরা একটি রেসিপিও দিয়েছেন এই জন্য। দৈনন্দিন আচারগুলোকেই ধ্যানে উন্নীত করার এই রেসিপি পড়তে কঠিন মনে হতে পারে, কিন্তু খুব কাজের।
প্রথমত, সময় নিয়ে আয়নার সামনে বসতে হবে। তারপর সংগ্রহে থাকা প্রতিটি সৌন্দর্যপণ্যের টেক্সচার, মৃদু টুংটাং আওয়াজ এবং সুগন্ধি উপভোগ করে বর্তমান মুহূর্তের মাঝে নিজেকে বিলীন করে দেওয়া চাই। এবার মনের ভেতর ঘটে যাওয়া নানা অভিজ্ঞতার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে চিন্তাভাবনা এবং করণীয় তালিকা স্থির করতে হবে। তারপর যখন মন সমস্যা সমাধানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বা অতীতের কথা চিন্তা করে ব্যাকুল করে তুলবে, তখন হাতের কাছে থাকা প্রসাধনপণ্যের ওপর আঙুল বুলিয়ে নেওয়া চাই। সেজে উঠতে হবে মনের মতো। নিজের প্রতি মুগ্ধতা প্রকাশ করতে হবে। ব্যস, কমপ্লিট।
বিশেষজ্ঞদের মত, পুরো বিষয়টি যোগসাধনার মতো কাজ করবে। কারণ, চেহারার অসম্পূর্ণতাগুলো চিহ্নিত করার জন্য আয়নায় তাকানো এবং মেকআপ ব্যবহার করার পর সেগুলোর বেমালুম গায়েব হয়ে যাওয়ার এই যে পুরো প্রক্রিয়া, তা সরাসরি প্রত্যক্ষের মাধ্যমে মনে অদ্ভুত তৃপ্তি অনুভূত হয়।

 রত্না রহিমা
মডেল: ইকরা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: ব্লুচিজ
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top