নখদর্পণ I জরুরি জীবাণুনাশ
অ্যাট-হোম মেনিকিউর আর পেডিকিউরের আগে আবশ্যকীয় ধাপ। হিতে বিপরীত এড়াতে
স্যালনে গিয়ে যেমন নেইল টুল বা সামগ্রীর পরিষ্কার-পরিচ্ছন্নতার খোঁজ করা হয়, তেমনি ঘরে বসে যত্ন নেওয়ার আগে এগুলোর জীবাণু দূরীকরণ জরুরি। কারণ, অপরিচ্ছন্ন নেইল টুল থেকে নখে দেখা দিতে পারে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ।
নেইল ফাইল
এগুলোতে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে বলে স্যালনে গরম পানিতে প্রায় ৩০ মিনিট ফুটিয়ে জীবাণুমুক্ত করা হয়। প্রতিবার ব্যবহারের আগে একদম নিয়ম মেনে। সাধারণত একাধিকবার ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ নেইল আর্টিস্টদের। তবে ঘরে বসে যারা নখের যত্ন নিজেরাই নিয়ে থাকেন এবং নেইল ফাইল অন্য কারও সঙ্গে শেয়ার করেন না, তারা ব্যবহারের আগে একে গরম পানিতে ১০-১৫ মিনিট ফুটিয়ে নিলেই চলবে। তারপর নরম কাপড় দিয়ে মুছে ব্যবহার করা চাই। যাদের ঘন ঘন পেডিকিউর ও মেনিকিউর করার অভ্যাস, তাদের জন্য গ্লাস নেইল ফাইল হতে পারে জুতসই অপশন।
নেইল ক্লিপার
নেইল ক্লিপার পরিষ্কার করার কয়েকটি পদ্ধতি প্রচলিত আছে। রাবিং অ্যালকোহল বা হাইড্রোজেন পারঅক্সাইডে ৩০ মিনিট ডুবিয়ে রেখে শুকনো কাপড় দিয়ে মুছে এটি ব্যবহার করা যায়। স্যালনগুলোতে সাধারণত সাবান পানিতে ডুবিয়ে রেখে ধীরে ধীরে নেইল ক্লিপার পরিষ্কার করা হয়। পরে হসপিটাল গ্রেড ডিসইনফ্যাকটেন্ট ব্যবহার করে এগুলোকে জীবাণুমুক্ত করা হয়। বাসায় বসেও একইভাবে নেইল ক্লিপার পরিষ্কার করা সম্ভব।
কিউটিকল পুশার
নেইল বিউটিফিকেশনে কিউটিকল পুশারের কাজকে হেলার চোখে দেখলেও এর পরিচ্ছন্নতা নিয়ে হেলাফেলার সুযোগ নেই একেবারে। এতে কিউটিকল লেগে থাকতে পারে, যা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে যেকোনোভাবে। ৭০% রাবিং অ্যালকোহলে কিউটিকল পুশার ৩০ মিনিট ডুবিয়ে রেখে বা সাবান পানিতে ধুয়ে নিয়ে খুব সহজে পরিষ্কার করা যায় একে।
কিউটিকল ক্লিপার
এটিকে নেইল ক্লিপার এবং কিউটিকল পুশারের মতো একইভাবে পরিষ্কার করা যেতে পারে। রাবিং অ্যালকোহল বা সাবান পানিতে ২০-৩০ মিনিট ভিজিয়ে রেখে আবার নরমাল পানিতে ধুয়ে শুকনো কাপড়ে মুছে পরিষ্কার করে নেওয়া সম্ভব।
নেইল সিজার
আকারে অপেক্ষাকৃত ছোট বলে এড়িয়ে যাওয়া চলবে না। হাইড্রোজেন পারঅক্সাইড বা রাবিং অ্যালকোহলে একে ৩০ মিনিট ডুবিয়ে ধীরে ধীরে মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে সহজে। পরবর্তী ব্যবহারের আগে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিতে ভোলা যাবে না।
নেইল বাফার
নেইল বাফার রিসাইকেল করা নিয়ে বিউটি এক্সপার্টদের তর্ক-বিতর্ক চলতেই থাকে। তবে এ ক্ষেত্রে কোনো নেইল বাফার যদি একান্তই নিজের ব্যবহারের জন্য হয়ে থাকে, ব্যবহারের আগে অবশ্যই সাবান পানি দিয়ে ধুয়ে কাপড় দিয়ে মুছে নেওয়া চাই।
নেইল আর্ট টুল
ছোট এই ব্রাশকে যেন কেউ গ্রাহ্যই করে না! জীবাণুমুক্ত করতে ব্যবহারের পরপরই এগুলোকে সাবান পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিতে হবে।
শুধু নখ পরিষ্কারের সামগ্রীই নয়, মেনিকিউর-পেডিকিউরের সময় যে টাব, ব্রাশ বা তোয়ালে ব্যবহার করা হয়, সেগুলোও নিয়মিত পরিষ্কার করা শ্রেয়।
বিদিশা শরাফ
ছবি: সংগ্রহ