skip to Main Content

তনুরাগ I টক অব দ্য টাওয়েল

নিত্যব্যবহার্য মামুলি বস্তু। কিন্তু অবহেলায় বাড়াবে বিপদ। নিয়ম করে স্যালন ভিজিট আর নামীদামি বিউটি প্রোডাক্টে নিত্যদিনকার সৌন্দর্যচর্চাও কাজে আসবে না তখন

গোসল সারার পর যে তোয়ালে সর্বাঙ্গে ব্যবহৃত হচ্ছে, তা দিয়ে কি মুখও মোছা হচ্ছে? বেশির ভাগ ক্ষেত্রে উত্তরটা ইতিবাচক হওয়ার সম্ভাবনাই বেশি। সুবিধাজনক বলেই হয়তো। কিন্তু বিশেষজ্ঞদের মত, অভ্যাসটি পুনর্বিবেচনা করার সময় এসে গেছে। কারণ? ডার্মাটোলজিস্টরা বলছেন, শরীর মোছার তোয়ালে মুখে ব্যবহারমাত্রই নানা রকম জীবাণু সংক্রমণের আশঙ্কা বাড়ে। ব্রেকআউট আর নানা রকম ত্বক সমস্যার সৃষ্টি অনেক ক্ষেত্রে এ থেকেই।
আদতেও কি আলাদা দরকার
ডার্মাটোলজিস্টদের উত্তর, হ্যাঁ। মুখত্বক ও দেহের জন্য আলাদা টাওয়েল ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এর কারণও মেলা। প্রথমত, মুখত্বক দেহের অন্যান্য অংশের ত্বকের চেয়ে বেশি স্পর্শকাতর। বডি টাওয়েল যেসব উপাদানে তৈরি, তা মুখত্বকের জন্য মোটেই জুতসই নয়। বাথ টাওয়েল দিয়ে মুখ বেশি ঘষাঘষিতে অস্বস্তি তৈরি হতে পারে অনায়াসে। অন্যদিকে ফেস টাওয়েল তৈরি হয় শতভাগ অর্গানিক কিংবা ইজিপশিয়ান কটনে। কোনো কোনোটা আবার বাম্বু ব্লেন্ডে; যা মুখত্বকের জন্য কোমল। দ্বিতীয়ত, একই টাওয়েল ব্যবহারে দেহত্বকে জমে থাকা জীবাণু, তেল আর মৃতকোষ মুখের ত্বক অব্দি পৌঁছে যেতে পারে। সৃষ্টি করতে পারে ব্রেকআউট, জ্বালাপোড়া আর নানা রকম সংক্রমণ। তৃতীয়ত, সুস্থতা আর সর্বোপরি পরিচ্ছন্নতা রক্ষার জন্য আলাদা টাওয়েল ব্যবহারের পরামর্শ ত্বক বিশেষজ্ঞদের।
সম্ভাব্য সমস্যা
মজার ব্যাপার হচ্ছে, দেহের সব অংশের ত্বক জীবাণুর সংক্রমণে একই রকমভাবে প্রভাবিত হয় না। একেক অংশের সহনশীলতা একেক রকম। দেখা যায়, যে ব্যাকটেরিয়া পিঠে বা বুকের ত্বকে তেমন কোনো সমস্যার উদ্রেক ঘটাচ্ছে না, হয়তো সেটি মুখত্বকে পৌঁছানোমাত্রই ত্বকের বারোটা বাজিয়ে দিচ্ছে। এ ছাড়া পিঠ, বুক ও পায়ের ত্বকে প্রাকৃতিকভাবেই বেশি তেল ও ঘাম নিঃসৃত হয়। এসব অংশে ব্যবহৃত হয় বেশি ভারী লোশন। তাই শরীর মোছার জন্য রাখা একই টাওয়েল মুখত্বকের মতো স্পর্শকাতর অংশে কতটুকু ব্যবহার উপযোগী, সেটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই! একটি আলাদা ফেস টাওয়েল ব্যবহারে এই শঙ্কা কমানো সম্ভব শতভাগ। সুস্থতাও রক্ষা হবে অনেকখানি।
বাছাইয়ের আগে
ফেস টাওয়েল শুধু আলাদা করলেই চলবে না, এটি বেছেও নিতে হবে বুঝে-শুনে। নরম, শোষণক্ষমতাসম্পন্ন এবং সহজে শুকিয়ে যায় এমনগুলো থাকতে পারে পছন্দের তালিকায়। খেয়াল রাখতে হবে ব্যবহৃত ম্যাটেরিয়ালে। পারফরম্যান্সের পাশাপাশি নিশ্চিত করতে হবে স্বাচ্ছন্দ্য। বাম্বু ব্লেন্ডের মাইক্রোফাইবার টাওয়েল এ ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয়। পরিবেশবান্ধব এবং উচ্চমাত্রার আর্দ্রতা শোষণ করার ক্ষমতাবলে। সাধ্যে থাকলে টার্কিশ বা ইজিপশিয়ান কটনে তৈরি ফেস টাওয়েল ব্যবহার সবচেয়ে ভালো। এগুলো নরম তুলতুলে। পানি শোষণের ক্ষমতা বেশি।
জিএসএমের দিকেও নজর রাখা যেতে পারে। এটি টাওয়েলের ঘনত্ব এবং পুরুত্ব নির্ধারণ করবে। উচ্চ জিএসএম মানে টাওয়েল পুরু, শোষণক্ষমতা বেশি ও কোমল। ত্বকে ব্যবহার উপযোগীগুলো সাধারণত ৫০০ থেকে ৬২৫ জিএসএমের হয়ে থাকে। আকারে সঠিক হওয়া গুরুত্বপূর্ণ। সাধারণত ১৩ বাই ১৩ ইঞ্চি আকারের চারকোনা টাওয়েলগুলো এ ক্ষেত্রে বেশি উপযোগী।
যত্নে রাখতে
ফেস টাওয়েলকে রাখতে হবে সযত্নে। নয়তো কোনো লাভ হবে না। উল্টো বাধতে পারে বিপত্তি। নিয়মিত ধুতে হবে। জীবাণু আর তেল থেকে সৃষ্ট সংক্রমণ রুখতে। মাইল্ড সাবানে ধুয়ে নেওয়া যেতে পারে। কিন্তু ফ্যাব্রিক সফটনার এড়িয়ে যাওয়াই ভালো। এতে করে টাওয়েলের পানি শোষণ করার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। সামান্য গরম পানিতে হাইপোএলার্জেনিক ডিটারজেন্ট গুলিয়ে ধুয়ে নেওয়া যেতে পারে। অর্গানিক বা অল ন্যাচারাল ডিটারজেন্টের তকমা দেখে ভুলে গেলেই বিপদ। প্রতিবার ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। ভেজা টাওয়েলে জীবাণুর সংক্রমণ বেশি হয়। সে ক্ষেত্রে প্রাকৃতিক বাতাস এবং কড়া রোদযুক্ত স্থানে ঝুলিয়ে রেখে ভালোভাবে শুকিয়ে নেওয়া চাই। বাথরুমে রেখে না শুকানোই ভালো। স্যাঁতসেঁতে পরিবেশে জীবাণুর সংক্রমণ বাড়তে পারে। সংরক্ষণও করতে হবে আর্দ্রতামুক্ত স্থানে, বডি টাওয়েল থেকে দূরে। সবচেয়ে ভালো হয় যদি কিছুদিন পরই বদলে নতুন টাওয়েল ব্যবহার করা যায়। এতে ব্যাকটেরিয়া বিল্ডআপের শঙ্কা কমে আসে অনেকখানি। অ্যাকনে প্রণ স্কিনের জন্য যা অত্যাবশ্যক।
বিকল্পে
ঘন ঘন অদলবদলের ঝামেলায় না যেতে চাইলে রয়েছে সে ব্যবস্থাও। ফেস টাওয়েল বা ওয়াশক্লথের বদলে ব্যবহার উপযোগী এগুলো। ডার্মাটোলজিস্ট অ্যাপ্রুভড। এ ক্ষেত্রে মেকআপ রিমুভিং ওয়াইপ ব্যবহার করা যায়। তবে অবশ্যই ত্বকের ধরন বুঝে। কারণ, এগুলোতে প্রায়শই কেমিক্যাল এবং প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, যা ত্বকের জন্য সব সময় ব্যবহার উপযোগী না-ও হতে পারে। এ ছাড়া ডিসপোজেবল কটন প্যাড অথবা মাইক্রোফাইবার ক্লথ হতে পারে ভালো বিকল্প। এগুলো মূলত ত্বক পরিষ্কারের জন্যই বিশেষভাবে তৈরি। তুলনামূলকভাবে কোমল। পরিচ্ছন্নতা রক্ষায় অধিক কার্যকর। একবার ব্যবহার করে ফেলে দিতে হয় বলে ব্যাকটেরিয়া জমার সুযোগ নেই একেবারেই।

 বিউটি ডেস্ক
মডেল: নাজাহ নোয়ার
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top