skip to Main Content

ফরহিম I ম্যানস্কেপিং

শরীরের অবাঞ্ছিত লোম অস্বস্তিকরই বটে। এর থেকে রেহাই পাওয়ার জন্য রয়েছে নানা উপায় ও উপকরণ

২০১৭ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী, গত দুই বছরে আগের চেয়ে ৬৭ শতাংশ বেশি পুরুষ তাদের শরীরের অবাঞ্ছিত লোম সরাতে বিভিন্ন উপায় বেছে নিচ্ছে। ম্যানস্কেপিং বা বডি হেয়ার রিমুভালের কনসেপ্ট ছেলেদের ক্ষেত্রে নতুন হলেও নিজেদের বেশি আকর্ষণীয় করে তুলতে এবং ঘাম থেকে সৃষ্ট দুর্গন্ধ দূর করতে এটি কার্যকর বলা চলে। তাই শরীরের বিভিন্ন অংশের লোম সরানোর জন্য পৃথক ও সঠিক ব্যবস্থা নেওয়া জরুরি।
আইব্রাওস
ছেলেদের ফেসেও আইব্রাও একটি ডিফাইনিং ফিচার। এটি ঘাম, পানি কিংবা অন্য যেকোনো আবর্জনা চোখের ভেতর গড়িয়ে পড়া থেকে রক্ষা করে। এ ছাড়া চেহারায় কোনো অভিব্যক্তি ফুটিয়ে তোলে। ব্রাও গ্রুমিং শুরু করতে হবে ট্রিম করার মাধ্যমে। একটি বিয়ার্ড কম্বের সাহায্যে উপরের দিকে ভ্রু আঁচড়ে নিতে হবে। এতে ব্রাও এরিয়ায় যদি কোনো আউট অব লাইন কিংবা অপেক্ষাকৃত বেশি উচ্চতার লোম থাকে, তা বুঝতে সুবিধা হবে। এরপর দাড়ি কাটার ছোট কাঁচি দিয়ে ভ্রুর আকৃতি অনুযায়ী কেটে নিতে হবে। এ ছাড়া আশপাশের পৃথক লোমগুলো তুলে নিতে পারেন টুইজারের সাহায্যে। তা গোসলের পরে করা ভালো। কারণ, তখন পোরগুলো নরম থাকে এবং লোম তুলে নেওয়া সহজ হয়। যারা মনোব্রাও পছন্দ করেন না, তাদের জন্য টুইজারের ব্যবহার খুব কার্যকর। তবে খেয়াল রাখতে হবে, যাতে দুপাশ থেকে সমানভাবে শুধু মাঝখানের লোমগুলো তোলা হয়। নইলে নাকের আকারটা অপেক্ষাকৃত বড় মনে হতে পারে।
কান
কানের অবাঞ্ছিত লোম বেড়ে ওঠা বুড়িয়ে যাওয়ার লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। কেননা মধ্যবয়স্ক লোকদের মধ্যে এটি বেশি লক্ষণীয়। তবে বেশি ফলিকিউলারযুক্ত ছেলেদের বিশের কাছাকাছি বয়সেও কানের লোম বাড়তে দেখা যায়। কানের বাইরের অংশের জন্য টুইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। লম্বা লোমগুলো একটা অসূক্ষ্ম টুইজার দিয়ে তুলে ফেলতে হবে। শরীরের এসব অসমান্তরাল অংশে কোনোভাবেই ইলেকট্রিক ট্রিমার ব্যবহার করা উচিত নয়। কানের ভেতরের অংশের লোম ট্রিম করার জন্য শুধু ফেসিয়াল হেয়ার কাটার কাজে ব্যবহৃত কাঁচিগুলো ব্যবহার করতে পারেন। কারণ, এই কাঁচিগুলো অপেক্ষাকৃত কম ধারালো হয়ে থাকে। কানের ভেতরের লোম কাটার সময় যথাসম্ভব সাবধানতা দরকার। মাথা উপরের দিকে কাত করে একটি ম্যাগনিফাইয়িং গ্লাস ব্যবহার করলে কাটার সময় দেখতে সুবিধা হবে।
নাক
নাকের লোম আমাদের শ্বাসপ্রশ্বাসের সঙ্গে টেনে নেওয়া ধুলাবালি আটকে দেয় এবং নাসাল ক্যাভিটি এরিয়ায় ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করে। তাই নাকে কিছুটা লোম থাকা প্রয়োজন। তবে সেটা অবশ্যই যেন দৃশ্যমান আর দৃষ্টিকটু না হয়। তাই লোম গোড়া থেকে তোলা যাবে না। কম ধারালো কাঁচি দিয়ে কেটে নিতে হবে সাবধানে। তা ছাড়া নাকের লোম প্লাক করতে গেলে ব্যথা পাওয়ার আশঙ্কা থাকে, খানিকটা রক্তও বের হতে পারে। যা পরে ইনফেকশনের কারণ হয়ে দাঁড়ায়। কাঁচির বিকল্প হিসেবে এ ক্ষেত্রে আরগনমিক শেপের ইলেকট্রিক্যাল ট্রিমার ব্যবহার করেন অনেকে। কিন্তু এর ফল কাঁচির মতো নিখুঁত হয় না।
দ্য চেস্ট অ্যান্ড দ্য ব্যাক
গ্রুমিং এক্সপার্টদের মতে, চেস্ট হেয়ার সম্পূর্ণ সরিয়ে দেওয়া সাঁতারু, সাইক্লিস্ট কিংবা খেলোয়াড়দের জন্য জরুরি। তা ছাড়া বুকের পশম পুরোপুরি নির্মূল না করে ট্রিম করাটাই বেশি শ্রেয়। চেস্ট হেয়ার গ্রুমিংয়ের জন্য ভালো মানের ট্রিমার প্রয়োজন। কিছু ট্রিমার গার্ড দিয়ে ব্যবহার করলে তা একটা নির্দিষ্ট পরিমাণের লোম শরীরে অবশিষ্ট রেখে তারপর ট্রিম করে। কোন গার্ড ব্যবহার করবেন, কতটুকু লোম ট্রিমের পরেও অবশিষ্ট থাকবে, তা ঠিক করে নেওয়া উচিত। লোমের ধরন, বৃদ্ধির মাত্রা এবং আপনার চাহিদা অনুযায়ী ফিনিশিংয়ের জন্য ট্রিমিংয়ের সময় যথেষ্ট সতর্কতার সঙ্গে ট্রিমার গার্ড নিয়ন্ত্রণ করতে হবে।
ব্যাক হেয়ার রিমুভালের জন্য সবচেয়ে ভালো উপায় স্যালন ওয়াক্স। কারণ, অন্য কারও সাহায্য ছাড়া নিজের পিঠের সর্বত্র পৌঁছায়। করে নিখুঁত ট্রিমিং। তবে যারা সময়ের স্বল্পতার জন্য কিংবা ব্যয়বহুল হওয়ায় স্যালনে যেতে পারছেন না, তাদের জন্য কিছু হোম রিমেডিও রয়েছে। কিছু ট্রিমার বা শেভারের সঙ্গে ব্যাক হেয়ার রিমুভালের সুবিধার্থে আর্ম এক্সটেনশন দেওয়া থাকে, যাতে পিঠের সর্বত্র পৌঁছানো যায় সহজে। এ ধরনের ট্রিমার কেনার আগে অবশ্যই খেয়াল রাখবেন, যাতে ব্লেড অপেক্ষাকৃত কম ধারালো হয়, বেশি চাপ পড়লে পিঠ কেটে না যায়। এখন মেয়েদের ক্রিমের পাশাপাশি ছেলেদের জন্য হেয়ার রিমুভাল ক্রিম তৈরি করছে বিভিন্ন ব্র্যান্ড। এই ক্রিমগুলো পিঠে লাগিয়ে রেখে ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেললে ক্রিম আর লোম একই সঙ্গে উঠে যায়। শুধু পিঠ নয়, এই ক্রিম ব্যবহার করতে পারেন হাতের কিংবা পায়ের লোম দূর করতেও।
আন্ডারআর্মস
আন্ডারআর্মস হেয়ার সঠিকভাবে গ্রুম করা না হলে তা থেকে দুর্গন্ধ সৃষ্টির শঙ্কা থাকে। তাই আর্মপিটের অবাঞ্ছিত লোম নিয়ে গ্রুমিং এক্সপার্টদের পরামর্শ হলো, আন্ডারআর্ম হেয়ারও পুরোপুরি নির্মূল করা উচিত নয়। তাই বুকের পশমের মতো এগুলোও সঠিকভাবে ট্রিম করে রাখতে পারেন।

 শিরীন অন্যা
মডেল: রনক
মেকওভার: পারসোনা
ছবি: ক্যানভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top