বিউটি সার্ভিস I ময়শ্চারাইজিং ফেশিয়াল
শীতের হিমস্নিগ্ধ মৌসুমকে স্বাগত জানানোর প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছেন অনেকেই। পোশাকে তো বটেই, প্রসাধনী নিয়েও তৈরি হচ্ছেন সচেতন সৌন্দর্যপ্রেমীরা। শীত থেকে শতভাগ সুরক্ষার জন্য। এ সময় স্বাভাবিকভাবে বাড়তি যত্ন প্রয়োজন হয় ত্বকের। সেগুলোর অধিকাংশই বাসায় সেরে নেওয়া সম্ভব। তবে সুখবর হচ্ছে, বিউটি সেক্টরে চলছে এ সম্পর্কিত নানান নিরীক্ষা। সার্ভিস লিস্টে যোগ হচ্ছে শুষ্কতা সারাইয়ের সেরা সমাধানগুলো। এর একটি ময়শ্চারাইজিং ফেশিয়াল। শুষ্ক ত্বকের জন্য। এ ছাড়া শীতে ত্বকে যে জলশূন্য তৈরি হয়, তা কাটাতেও সাহায্য করে ফেশিয়ালটি। জরুরি আর্দ্রতার জোগান দিয়ে ত্বককে রাখে পরিপুষ্ট। করে তোলে আরও তারুণ্যদীপ্ত। ম্যাড়ম্যাড়ে ভাব দূর করে দেখায় সজীব ও উজ্জ্বল।
ফেশিয়ালের শুরুতেই শরীরকে রিল্যাক্স করার জন্য দেওয়া হয় ফুট ওয়াশ। উষ্ণ পানি আর ফুল ভর্তি পাত্রে পুরে দেওয়া হয় পায়ের পাতা। এতে আরামদায়ক অনুভূতি তো হয়ই, সঙ্গে চটজলদি ক্লান্তি কেটে যায় শরীরের। এরপর পা ধুয়ে-মুছে পরিয়ে দেওয়া হয় মখমলি জুতা। ফেশিয়াল রুমে নিয়ে যাওয়া হয় ক্লায়েন্টকে। শুরু হয় রিল্যাক্সিং ম্যাসাজ। মুখ, মাথাসহ শরীরের উপরের অংশে পাঁচ মিনিটব্যাপী চলে এ ম্যাসাজ। পুরো শরীরের ক্লান্তি দূর করার সঙ্গে সঙ্গে ফেশিয়ালের জন্যও প্রস্তুত করে তোলে। তারপর ত্বক পরিষ্কারের পালা। স্ক্রাবিং। শুষ্ক ত্বকে মৃতকোষ বেশি জমে, তাই ফেশিয়ালের এ ধাপ খুব গুরুত্বপূর্ণ। শুষ্ক, খসখসে মৃতকোষ দূর হবে এতে। পরবর্তী যে পণ্যগুলো ব্যবহৃত হবে, তা-ও সহজে শুষে নেবে ত্বক। স্ক্রাবিংয়ের পর আরও দশ মিনিটের ম্যাসাজ দেওয়া হয় এ ফেশিয়ালে। এরপরই দেওয়া হয় কুল মাস্ক, যা স্কিন টাইটেনিংয়ের কাজ করবে। ফলে ত্বক হয়ে উঠবে ভাঁজমুক্ত, টানটান। ত্বকে ওপেন পোরের সমস্যা থাকলে তা-ও সারবে কুল মাস্কে। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই এ মাস্ক শুকিয়ে যায়। পরিষ্কার করে নিয়ে মাখা হয় ভিটামিন সি মাস্ক। এটা জরুরি আর্দ্রতার জোগান দিয়ে ত্বককে রাখে মসৃণ ও কোমল। মাত্র পনেরো মিনিট ত্বকে রাখার পর উজ্জ্বলতা বাড়ে চোখে পড়ার মতো। সবশেষে মাস্ক মুছে নিয়ে দেওয়া হয় ত্বক-উপযোগী টোনার। ময়শ্চারাইজিং ফেশিয়ালের পুরো প্রক্রিয়া সারতে সময় লাগবে ঘণ্টা দেড়েক। খরচ পড়বে ২৫০০ টাকার মতো।
জাহেরা শিরীন
মডেল: আন্নি
মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন