বাংলাদেশি ডিজাইন হাউজ স্টুডিও মায়াসির। কাজ করে যাচ্ছে বাংলাদেশের ডিজাইন শিল্পের প্রচার-প্রসারে। এর ডিজাইনার প্রতিষ্ঠাতা মাহিন খান। এবারের শীতে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে হাতে তৈরি কুইলটেড কোট এবং শালের সমারোহ। শীতের পোশাকগুলো ‘ওয়ারাবেল স্টাইল’ এবং এর সাথে ফিটেড। সেগুলোতে ব্যবহার করা হয়েছে বালি রঙ থেকে শুরু করে বাদামী, স্লেট, মেরুন, নীল, সবুজ ও কালো। পোশাকের ভেতরের অংশে আছে বাহারি প্রিন্টের সমাহার। কমিউনিটি ওম্যান কারিগরদের হাতে সেলাই করা শীত পোশাকগুলো ক্রেতাদের আকর্ষণ করে। বিস্তারিত তথ্যের জন্য কল করা যাবে +৮৮০১৭১২৮২৬৩৩১-এই নম্বরে। অথবা ভিজিট করা যাবে ফেসবুক পেজ http://facebook.com/studiomayasir-এ।
Related Projects
রিজেন্সিতে ‘ইন্সপায়ার ইনক্লুশন’
- March 10, 2024
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নারীদের উৎসাহ প্রদানে তাদের সাফল্য উদযাপনের জন্য বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সমিতির সঙ্গে যুক্ত হয়েছে