আমেরিকার নর্ডস্ট্রোমের ডার্টি জিনস নিয়ে আলোচনা-সমালোচনা এখনো থেমে নেই। এরই মধ্যে জিনসপ্রেমীদের জন্য বাজারে এসেছে স্বচ্ছ প্লাস্টিকের জিনস প্যান্ট। এটি এনেছে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত ফ্যাশন শপ টপশপ। এর আগে শুধু হাঁটু দেখানো প্লাস্টিকের জিনস এনেছিল প্রতিষ্ঠানটি। বর্তমানে পুরো পা দেখানো জিনস নিয়ে হাজির হয়েছে এই শপ।এ নিয়ে তোলপাড়ও চলছে বিশ্বব্যাপী। অনেকে মন্তব্য করেছেন, হয়তো শখের বশে প্লাস্টিকের কাগজ কেটে এই প্যান্ট বানানো হয়েছে। তবে ভুল শোধরাতেও বেশি সময়ের প্রয়োজন হয়নি। অন্যদিকে সোশ্যাল মিডিয়া বলছে, প্যান্টই তো পরা হচ্ছে। পুরোপুরি স্বচ্ছ হলে পরার দরকার কী? যারা বেশি ঘামে, এই জিনস তাদের শরীরে কেমন প্রভাব ফেলবে? টপশপ এর উত্তরে কিছু বলেনি। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ৭০ ডলারে দেদার বিক্রি হচ্ছে এই পোশাক।
Related Projects
রিজেন্সিতে হ্যালোইন
- October 27, 2024
ভূতপ্রেমীদের জন্য ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৪-- এই দুদিন সন্ধ্যা থেকে রাত অবধি চলবে 'হ্যালোইন নাইট পার্টি অন দ্য স্কাইলাইন'
খাদ্য অপচয় রোধে এসআইজি ওয়ে বেয়ন্ড গুড ফাউন্ডেশনের উদ্যোগ
- December 28, 2023
সরাসরি কৃষকদের কাছ থেকে শাকসবজি এবং খাদ্যপণ্য সংগ্রহের মাধ্যমে কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া এবং খাদ্যের অপচয় কমানোতে কাজ করছে ফাউন্ডেশনটি