সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ চুল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কালো চুল ধূসর হয়ে আসে। একপর্যায়ে সাদা হয়ে যায়। এটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে বুড়ো হয়ে যাওয়ার আগেই অনেকের চুল পেকে যায়। ৩০/৩২ বছর বয়সেই চুলে পাক ধরে। এটা চিন্তার বিষয়।
অল্প বয়সে চুলে পাকা ধরার কারণ হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ। অশান্তিতে থাকলে শরীরে অতিরিক্ত অ্যাড্রোনালিন ক্ষরণ হয়, যা চুল পাকিয়ে দেয়। তা ছাড়া মাথার চামড়ায় পর্যাপ্ত ভিটামিন ও খনিজের অভাবে চুল পাকতে পারে। তবে অল্প বয়সে চুল পাকা থেকে রেহাই পাওয়ার উপায় আছে। এ ক্ষেত্রে গাজরের রস, পেঁয়াজ বাটা, বাদাম তেল, আমলকীর গুঁড়া এবং লেবুর রস কাজে আসে। কীভাবে? চলুন, জেনে নিই।
গাজরের রস: গাজরের রস, পানি ও চিনি ভালো করে মিশিয়ে নিয়মিত পান করুন। চুল তার রঙ ধরে রাখবে। অল্প বসয়ে পাকা শুরু হবে না।
পেঁয়াজ বাটা: অকালে চুল পেকে যাওয়া রোধে পেঁয়াজের রস দারুণ কার্যকর। চুলের গোড়ায় নিয়মিত পেঁয়াজ বাটা মালিশ করতে পারেন। মালিশ করার পর ৩০ মিনিট পর ধুয়ে ফেলতে হয়। এ কাজ করলে কিছুদিনের মধ্যেই অকালে চুল পাকাজনিত সমস্যা দূর হবে।
বাদাম তেল: বাদামের তেলের সঙ্গে ভালোভাবে তিলের বীজের গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় মেখে ২০/৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে অন্তত তিনবার ব্যবহার করুন। দ্রুত ফল পাবেন।
আমলকী গুঁড়া: আমলকীর গুঁড়ার সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে নিয়মিত চুলের গোড়ায় মালিশ করুন। ৩০ মিনিট ভালোভাবে মালিশ করার পর ধুয়ে ফেলুন। চুল পাকার সমস্যা দূর হবে।
লেবুর রস: পাকা চুলের সমস্যা থেকে রেহাই পেতে প্রতিদিন লেবুর রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় মাখুন। দুই সপ্তাহের মধ্যেই কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবেন।
Is it do both male or female