সপ্তাহে ৪০ ঘন্টার বেশি কাজ করলে মহিলাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ও চিকিৎসকদের একটি গবেষণা থেকে এমন তথ্যই উঠে এসেছে। বিএমজি ওপেন ডায়াবেটিস রিসার্চ অ্যান্ড কেয়ার নামে একটি ওয়েবসাইটে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।
এই গবেষণায় দেখা গেছে, যেসব মহিলারা সপ্তাহে ৪৫ ঘন্টা কাজ করেন, তাঁদের ক্ষেত্রের ডায়াবেটিসের ঝুঁকির মাত্রা সাপ্তাহিক ৩৫-৪০ ঘন্টা কাজ করা মহিলাদের ডায়াবেটিসের ঝুঁকির থেকে অনেক বেশি।
এই গবেষণার গবেষক ও টরেন্টোর ইন্সটিটিউট অফ ওয়ার্ক অ্যান্ড হেলথ-এর সিনিয়র সায়েন্টিস্ট পিটার স্মিথের বক্তব্য, “কাজের পরিবেশের ওপর মহিলাদের টাইপ-টু ডায়াবেটিস ও রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি দীর্ঘ সময় কাজের ফলেও মহিলারা ডায়াবেটিসের শিকার হতে পারেন।” এই গবেষণা স্পষ্টতই জানিয়েছে, অতিরিক্ত কাজের ফলে যে শারীরীক ও মানসিক চাপের সৃষ্টি হয়, তা হরমোনের ভারসাম্য ও ইনসুলিন প্রতিরোধের ক্ষেত্রে প্রভাব ফেলে। মহিলাদের ক্ষেত্রে এই প্রভাব বেশি।
নিউইয়র্কের মন্টিফিয়েরোর মেডিক্যাল সেন্টারের অধীন ক্লিনিক্যাল ডায়াবেটিস সেন্টারের মহাপরিচালক ডাঃ জোয়েল জোন্সজেইনের বক্তব্য, শুধু কর্মক্ষেত্রে নয়, ঘরগেরস্থালির গৃহশ্রমের সঙ্গে যুক্ত মহিলাদের ক্ষেত্রেও এই আশঙ্কা থেকে যায়।
এই গবেষণার পরামর্শ, সুস্থ জীবনযাপন করতে হলে চাকরি ক্ষেত্রে হোক অথবা গৃহে, অতিরিক্ত কাজের চাপ না নেওয়াই ভালো