সুউচ্চ পাহাড় বা পর্বত সাধারণত নির্দিষ্ট জায়গাভেদে দেখা যায়। নির্দিষ্ট সীমানায়। কিন্তু এবার বরফের নিচে মিলেছে পর্বতশ্রেণি। এটি পাওয়া গেছে অ্যান্টার্কটিকায়। ব্রিটেনের একদল গবেষক জানিয়েছেন, পশ্চিম অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ বরফের নিচে এই পর্বতশ্রেণির সন্ধান পাওয়া যায়। এমনকি এর আশপাশে কয়েক শ মাইল ছড়ানো রয়েছে কয়েকটি উপত্যকা। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে জিয়োফিজিক্যাল রিসার্চ লেটারস পত্রিকায়।
মূলত কৃত্রিম উপগ্রহের সাহায্যে বরফ ভেদ করে দেখা যায় এমন একটি বিশেষ রাডার ব্যবহার করা হয়েছে এই গবেষণায়। যার মাধ্যমে এই মহাদেশের মানচিত্র নতুনভাবে তৈরি করতে চেয়েছেন বিজ্ঞানীরা।
গবেষণাটির নাম দেওয়া হয় পোলার গ্যাপ। এই অনুসন্ধানে দেখা গেছে, পূর্ব এবং পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের আস্তরণকে ঘিরে রেখেছে ওই তিন উপত্যকা। বিজ্ঞানীরা বলছেন, ওই বরফ ঢাকা পাহাড় ও উপত্যকার কারণে সমুদ্রতলের উচ্চতা বাড়তে পারে।
তারা আরও জানিয়েছেন, প্রখর উষ্ণতার ফলে বিশ্বের সর্বত্র বরফ গলে যাচ্ছে। অ্যান্টার্কটিকার ওই বরফের আস্তরণও ব্যতিক্রম নয়। বরফ গলে স্বাভাবিক নিয়মেই তা ছড়িয়ে পড়ছে। আর তাই আগামী দিনে সমুদ্রের জলস্তর আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানীরা।