উত্তর-প্রতিচ্ছায়াবাদ বা পোস্ট-ইম্প্রেশনিজম চিত্রকলার বিস্ময়কর ওলন্দাজ শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের ছবি নিলাম হলো সাত মিলিয়নের বেশি ইউরোয়। ‘কৃষিক্ষেতের মেয়েরা’ নামে ভ্যান গঘের গুরুত্বপূর্ণ এই ছবি সোমবার প্যারিসের একটি অকশন হাউজ থেকে ৭.০৭ মিলিয়ন ইউরোয় নিলাম হয়। যার মার্কিন ডলারে মূল্য ৮.২৭ মিলিয়ন। মেঘলা দিনে জাল হাতে খামারে মেয়েরা কর্মরত, এমন ইমেজই ফুটে উঠেছে এই ছবিতে।
১৮৮২ সালে এই ছবি এঁকেছিলেন ভ্যান গঘ। ডেনমার্কের হগে কিছু সময় যাপন করেছিলেন ভ্যান গঘ, এই ছবি সেই সময়কার। তখন তাঁর বয়স ২৯ বছর। নিলামে সেই ছবির দাম ৩-৫ মিলিয়ন ইউরো ওঠার সম্ভাবনা ছিল। কিন্তু সবকিছু ছাড়িয়ে ৭.০৭ মিলিয়ন ইউরোয় ছবিটি কিনে নেন উত্তর আমেরিকার এক আর্ট কালেক্টর।
প্যারিসের আর্টকিউরিয়ালের মডার্ন আর্টের ডিরেক্টর ব্রুনো জ্যোবার্তো বলেন, ‘ভিনসেন্ট ভ্যান গঘের শিল্পীজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এই ছবি। এই ছবিটাকে তাঁর শিল্পীজীবনের একটা মাইলস্টোন হিসেবে চিহ্নিত করা যায়। এই পেইন্টিংয়ের মাধ্যমে ভ্যান গঘের ছবির বৈশিষ্ট্য, তাঁর চিত্রাঙ্কনশৈলী ইত্যাদি সম্পর্কে আমাদের অবগত করে।’ এই ছবির সাবেক মালিক ছিলেন এক ইউরোপীয় ব্যক্তি। তিনি টানা ৮ বছর এই পেইন্টিং আমস্টারডামের ভ্যান গঘ মিউজিয়ামে প্রদর্শনীর জন্য রেখেছিলেন।
উল্লেখ্য, এর আগে গত শতাব্দীর নব্বইয়ের দশকের মাঝামাঝি ‘দ্য গার্ডেন অ্যাট অভ্যেঁরস’ নামক ভ্যান গঘের পেইন্টিং ১০ মিলিয়ন ডলারে প্যারিসের মিউজিয়াম থেকে নিলামে বিক্রি হয়।