কিছুদিন পরপরই শোনা যায় নতুন গ্রহ আবিষ্কারের কথা। তা নিয়ে রয়েছেও অনেকের কৌতূহলও। কয়েক বছর ধরে শোনা যাচ্ছে নতুন একটি গ্রহের কথা। বিজ্ঞানীরাও প্রতিনিয়ত খুঁজে চলেছেন সেই গ্রহকে।
কেমন দেখতে, কত বড়, কত দূরে- তা নিয়ে চিন্তিত থাকি। জেনে রাখা ভালো, যদি তা পাওয়া যায় তবে সেটি হবে সৌরজগতের নবম গ্রহ বা প্ল্যানেট নাইন। এই নামেই ডাকা হবে গ্রহটিকে। গবেষকেরা জানিয়েছেন, এই গ্রহটি হবে অত্যন্ত অন্ধকার এবং পৃথিবীর তুলনায় দশ গুণ বড়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ৩ বছর আগে ২০১৫বিপি৫১৯ নামের এক গ্রহাণুর সন্ধান পেয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। তার গতিবিধি লক্ষ করেই ধারণা করা হয় প্ল্যানেট নাইনের। কারণ, ওই গ্রহাণুর চলনে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ করেছিলেন বিজ্ঞানীরা। নেপচুনের থেকেও দূরে অবস্থিত প্ল্যানেট নাইনের কারণে এমনটি হচ্ছিল বলে জানিয়েছেন গবেষকেরা।
অপরদিকে ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা বলছেন, নেপচুনের থেকেও অনেক দূরে একটি কক্ষপথে অবস্থান করছে গ্রহটি। আর এ কারণেই একে বলা হচ্ছে অন্ধকার গ্রহ।