বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শুরু হওয়া আর্কা ফ্যাশন উইক ২০২৫ চলবে রোববার (১৯ জানুয়ারি) পর্যন্ত। এবারের বিশেষ আকর্ষণ মাস্টারক্লাস। ফ্যাশন শিক্ষার মাধ্যমে নির্দিষ্ট জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে এই আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চারদিনে রয়েছে মোট ছয়টি মাস্টারক্লাসের ব্যবস্থা। কাঁথা স্টিচ মাস্টারক্লাসে পাঠ দেবেন নকশাকার আফসানা ফেরদৌসি; স্ক্রিন প্রিন্টিংয়ে বাংলা পাংক; কারচুপি ও জারদৌজিতে হাউজ অফ আহমেদ এবং ন্যাচারাল ডাই শেখা যাবে ম্যারিগোল্ড অ্যান্ড ক্যাটেচুর সঙ্গে। অন্যদিকে, আপসাইক্লিং শেখানোর ব্যবস্থা করবে রিসাইক্লিং ও আপসাইক্লিং ব্র্যান্ড উড়ুক্কু।
ঐতিহ্যবাহী হস্তশিল্পকে আধুনিক ফ্যাশন জগতের সঙ্গে একীভূত করার এক অনন্য সুযোগ তৈরি করবে মাস্টারক্লাসগুলো। এই ইভেন্টে আয়োজিত মাস্টারক্লাসগুলোতে অংশগ্রহণকারীরা দক্ষ কারিগরদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছেন এবং শীতল পাটি, ব্লক প্রিন্টিং, কারচুপি ও জারদোজি, রিকশা পেইন্টিং এবং ইন্ডিগো টাই-ডাই ও শিবোরি ডাইয়ের মতো ঐতিহ্যবাহী শিল্পকর্ম শিখবেন। এসব কর্মশালা শুধু ঐতিহ্যবাহী কৌশল শেখার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং কীভাবে সেগুলো আধুনিক ডিজাইন ও ফ্যাশনে প্রয়োগ করা যায়, তা সম্পর্কেও মানুষকে জানতে সাহায্য করবে।
আরও পড়ুন: আর্কা ফ্যাশন উইকের নতুন সিজন
এ ছাড়াও মাস্টারক্লাসগুলোতে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী শিল্পের নান্দনিকতা এবং এর পেছনের ইতিহাস সম্পর্কে গভীরতর জ্ঞান অর্জন করবেন। বিশেষভাবে কারচুপি ও জারদোজি মাস্টারক্লাস থেকে যোগ্য অংশগ্রহণকারীরা হাউস অফ আহমেদের সঙ্গে ইন্টার্নশিপের সুযোগও পেতে পারেন। প্রতিটি কর্মশালার মূল উদ্দেশ্য ঐতিহ্য সংরক্ষণ এবং এগুলোকে সৃজনশীলভাবে পুনঃপ্রকাশ করে আধুনিক ফ্যাশন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা।
আর্কা ফ্যাশন উইক-২০২৫ ঐতিহ্য, উদ্ভাবন ও সৃজনশীলতার একটি প্ল্যাটফর্ম হিসেবে বিশ্ব ফ্যাশন সম্প্রদায়কে অনুপ্রাণিত করার লক্ষ্যে বরাবরই কাজ করে আসছে। একজন ডিজাইনার, কারুশিল্পপ্রেমী, বা শিল্পকলার অনুরাগী হিসেবে এই সুযোগ আপনাকে এক অনন্য অভিজ্ঞতার সুযোগ করে দেবে। টিকিট কিনতে এবং আরও তথ্যের জন্য ভিজিট করুন arkastudio.com/pages/tickets।
বলে রাখা ভালো, আর্কার নিয়মিত আয়োজন মার্কেট প্লেস, ডিজাইন ল্যাব, ফ্যাশন শো এবারও থাকছে। ফুড জোনে থাকবে বেশ কিছু রেস্তোরা। আয়োজনের মিডিয়া পার্টনার ক্যানভাস।
- ক্যানভাস অনলাইন
ছবি: আর্কা ফ্যাশন উইক-এর সৌজন্যে