কোনো জিনিস খুঁজে বের করার জন্য অনেক দিন ধরেই কুকুরের ব্যবহার করা হয়ে আসছে। কুকুরের রয়েছে তীক্ষ্ণ ঘ্রাণশক্তি, যার দ্বারা সে কোনো কিছুকে খুঁজে ব্যবহার করতে সক্ষম হয়। ভুমিকম্পে দেয়াল চাপা পড়া মানুষ কিংবা মাদক খুঁজে বের করতেও ব্যবহার করা হয় বিশেষ কুকুর। কিন্তু কখনো কখনো পথ এত দুর্গম হয়ে পড়ে যেখানে কুকুর পৌঁছুতে পারে না।
এ ধরনের পরিস্থিতিতে উদ্ধারকর্মীদের সহায়তার জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ইলেকট্রনিক কুকুর। এটি মূলত গন্ধ শনাক্ত করার ক্ষমতাসম্পন্ন একটি সেন্সর। ছোট আকৃতির ও কম দামের এ সেন্সর ব্যবহার করে এখন খুব সহজেই উদ্ধার তৎপরতা চালানো যাবে বলে বিবৃতি দিয়েছেন বিজ্ঞানীরা।
সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তৈরি করেছেন এই ই-কুকুর। প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক সোটিরিস প্র্যাটসিনিসের নেতৃত্বে এই বিশেষ ধরনের যন্ত্রটি তৈরি করা হয়েছে। একটি প্রশিক্ষিত কুকুরের মতোই ঘ্রাণ শনাক্ত করতে পারে। ই-কুকুরের কোনো বিশ্রামের প্রয়োজন হয় না।