ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকা, তদুপরি মাথার উপর সূর্যের শাসন। সব মিলিয়ে গাড়ির ভেতরের সময়টা ভীষণ দুর্বিষহ। বিশেষ করে আমাদের ঢাকা শহরে। জ্যামের সময় ইচ্ছা করে গাড়িটি নিয়ে উড়ে চলে যাই সবার মাথার উপর দিয়ে। কিন্তু সেটি তো নিছক কল্পনা। তাই কি কখনো হয়! হয়। এমনকি হয়েও গেছে। উড়ন্ত গাড়ি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়েছেন অনেক দিন ধরেই। পরিশেষে ক্যালিফোর্নিয়ায় উড়ন্ত গাড়ির পরীক্ষা চালানো হয়েছে। তবে ক্যালিফোর্নিয়ার চালানোর আগে গাড়িটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে কানাডায়। পরবর্তীকালে সেখানকার এভিয়েশন কর্তৃপক্ষ এটা ব্যবহারের অনুমতি দিয়েছে।
ব্ল্যাকফ্লাই নামের এ উড়ন্ত গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন সাধারণ চালকেরাই। এটি একটানা সর্বোচ্চ ২৫ মাইল পর্যন্ত যেতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ মাইল। নির্মাতারা জানিয়েছেন, স্পোর্টস-সুবিধাসম্পন্ন গাড়ি চালাতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, এই উড়ন্ত গাড়ি চালাতেও প্রায় একই অর্থ ব্যয় হবে।
জানা গেছে, শুরুর দিকে এ উড়ন্ত গাড়িগুলো মাত্র একজন যাত্রী নিয়ে উড়তে পারবে। মানে কেবল চালকই এটি দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের অনেক প্রতিষ্ঠানই উড়ন্ত গাড়ি তৈরির প্রতিযোগিতায় নেমেছে। প্রতিযোগীদের মধ্যে অন্যতম হচ্ছে ‘কিটি-হক’।