মানুষের মুখমণ্ডলের মূল সৌন্দর্য তার চোখে। সেই চোখ চশমায় ঢাকা পড়লে চেহারার প্রধান আকর্ষণই ঢাকা পড়ে যায়। আর তাই অনেকে চশমার বদলে ব্যবহার করেন লেন্স।
লেন্স ব্যবহার করার ক্ষেত্রে মুখের মেকআপ হওয়া চাই লেন্সের সঙ্গে মানানসই। নয়তো বেখাপ্পা মেকআপে চেহারার সৌন্দর্য বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা আছে। জেনে নিন লেন্সের সঙ্গে কেমন মেকআপ উপযোগী।
যারা লেন্স ব্যবহার করেন, মেকআপ নির্বাচনের ক্ষেত্রে তাদের উচিত হবে মসৃণ ও তেলমুক্ত প্রসাধনী ব্যবহার করা। তৈলাক্ত মেকআপ চোখে ছড়িয়ে পড়ে কন্টাক্ট লেন্সের ক্ষতি করতে পারে।
লেন্স বা মেকআপ ব্যবহার করার আগে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভেজা হাতে লেন্স ধরা উচিত হবে না। কলের পানিতে ব্যাকটেরিয়া থাকে। ভেজা হাতে লেন্স ধরলে সেই ব্যাকটেরিয়া চোখে গিয়ে অস্বস্তি সৃষ্টি করতে পারে।
হালের ফ্যাশনে ভারী মাশকারা দেওয়া চলছে। তবে চোখকে অস্বস্তি থেকে রেহাই দিতে হলে হালকা মাশকারা ব্যবহার করাই শ্রেয়। ফাইবার মাশকারা এড়িয়ে চললে ভালো হবে। কেননা, এর বাড়তি অংশ চোখে পড়ে লেন্সে ঢুকে যেতে পারে।
চোখে কাজল দেওয়ার ক্ষেত্রে পেন্সিল কাজলের বদলে তরল আইলাইনার ব্যবহার করলে ভালো হবে। পেন্সিল কাজল চোখে অস্বস্তি সৃষ্টি করতে পারে, কন্টাক্ট লেন্স ব্যবহার করলে সেই অস্বস্তি আরও বাড়তে পারে।
চোখের নিচের পাতা চোখের মণির সংস্পর্শে আসে। মেকআপের ফলে এটি যেন বন্ধ হয়ে না যায়, সেদিকে লক্ষ রাখতে হবে। মেকআপের কারণে চোখের নিচের পাতার সঙ্গে চোখের মণির এ যোগাযোগ বন্ধ হয়ে গেলে চোখে শুষ্কতাজনিত সমস্যা দেখা দিতে পারে।